Eisha Singh Horrible Video: নাক দিয়ে বইছে রক্ত গঙ্গা-হাউ হাউ করে কান্না! ভয়ংকর ভিডিও ভাইরাল হতেই তুমুল কটাক্ষ ঈশাকে

Eisha Singh Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঈশার এক ভয়ংকর ভিডিও। নাক দিয়ে রক্ত গঙ্গা বইছে সেই সঙ্গে হাউ হাউ করে কাঁদছেন ঈশা। এরপরই কেন সমালোচনার ঝড়?

Eisha Singh Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঈশার এক ভয়ংকর ভিডিও। নাক দিয়ে রক্ত গঙ্গা বইছে সেই সঙ্গে হাউ হাউ করে কাঁদছেন ঈশা। এরপরই কেন সমালোচনার ঝড়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

এ কী হাল!

Eisha Singh: সালটা ছিল ২০১৫, সেই বছর কালার্স টিভিতে 'ইশক কা রং সফেদ' মেগার মাধ্যমে অভিনয়ে অভিষেক। এছাড়াও রোম্যান্টিক ড্রামা 'ইশক সুবহা আল্লাহ অ্যান্ড স্রিফ তুম'-এ অভিনয় করেছিলেন। গত বছর বিগ বস ১৮-এ অংশ নিয়েছিলেন। তিনি নান আদার দ্যান টেলি অভিনেত্রী ঈশা সিং। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঈশার এক ভয়ংকর ভিডিও। যেখানে নাক দিয়ে রক্ত গঙ্গা বইছে। সেই সঙ্গে হাউ হাউ করে কাঁদছেন ঈশা। এই ভিডিও দেখে প্রথমে সকলে চমকে গেলেও প্রকাশ্যে সত্যিটা আসতেই তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ। 

Advertisment

বিগ বস ১৮–এর প্রতিযোগী ও জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈশা সিং হঠাৎই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে একটি চেয়ারে বসে অঝোরে কাঁদছেন ঈশা। নাক দিয়ে রক্ত বেরচ্ছে। আর ক্যাপশনে লেখা, 'ঈশা সিং'। ভিডিও ভাইরাল হতেই ভক্তদের একাংশ প্রশ্ন করেছেন, 'আপনার সঙ্গে কী হয়েছে ম্যাম? এই ঘটনা কীভাবে ঘটল?' এক অনুরাগী জানতে চেয়েছেন, 'আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল।' 

আরও পড়ুন 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব

Advertisment

অপর এক ফ্যান, 'খুব ভয় পেয়েছিলাম। কী হচ্ছে? সমস্যা থাকলে পুলিশ ডাকুন।' এক ভক্ত লেখেন, 'কী হয়েছে ওঁর? ভালো দেখাচ্ছে না।' সকলে যখন ঈশাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তখন ইনস্টাগ্রাম স্টোরিতে সত্যিটা প্রকাশ্যে এনেছেন। তিনি লেখেন, 'হাই গাইজ! আপনাদের ভয় দেখাতে চাইনি, এটা আমার আপকামিং মিউজিক ভিডিওর একটি দৃশ্যমাত্র! আমার প্রতি আপনারা যে চিন্তা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভালবাসা রইল, ঈশা।' পোস্টের শেষে একটা স্মাইলি ইমোজি। এরপরই নেটপাড়ায় সমালোচনার ঝড়। 

আরও পড়ুন বিদেশে বুবলির সঙ্গে মাখমাখ মুহূর্তে শাকিব! প্রাক্তন স্বামী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

এই ধরনের প্রচার কৌশলকে কটাক্ষ করে মন্তব্য করেন, 'বোকামি ও লজ্জাজনক। বিনোদন দুনিয়ার একটা মর্যাদা আছে এটা সেই লেভেলের প্রচার নয় যেখানে মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজের প্রোজেক্টের প্রচার করা হয়। ভবিষ্যতে যদি কোনও সেলেব সত্যি দুঃখের ভিডিও দেন মানুষ হয়তো সেটা আর বিশ্বাসই করবে না। লজ্জা থাকা দরকার।' আরেকজন লেখেন, 'এই অভিনেতারা প্রোমোশনের জন্য নিজেদের সম্মানও বিক্রি করতে পারেন, লজ্জাজনক।' ঈশার ভক্তদের একাংশ আবার তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।

আরও পড়ুনমান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর

Viral Video bigg boss 18