Aged Celebrities Marriage Like Dilip Ghosh: প্রেম মানেনি বয়সের বাধা, জীবন সায়াহ্নে এসে 'মনের মানুষ' খুঁজে পান যে তারকারা

Celebrities Marriage After 50: শরীরের বয়স বাড়লেও মনের দিক থেকে চির তরুণ। ৫০-এর কোটা অতিক্রম করেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ায় এই পথের পথিক কারা?

Celebrities Marriage After 50: শরীরের বয়স বাড়লেও মনের দিক থেকে চির তরুণ। ৫০-এর কোটা অতিক্রম করেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ায় এই পথের পথিক কারা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
৫০-এর কোটা অতিক্রম করেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ কারা?

৫০-এর কোটা অতিক্রম করেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ কারা?

After 50 Celebrities Marriage: শুক্রেই সুখের মুখ দেখতে চলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জীবনে রোম্যান্সের আবির্ভাব! কারণ ১৮ এপ্রিল জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে তাঁর বিয়ে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনার শেষ নেই। রিঙ্কু মজুমদারের সঙ্গে সই বিয়ের মাধ্যমে সুখী দাম্পত্য বাঁধা পড়তে চলেছেন। ষাটোর্ধ ব্যক্তির বিয়ে অনেকের কাছে হাসির খোরাক তো কারও আছে আবার বিয়ের কোনও বয়স নেই। রাজনীতির ময়দান ছেড়ে বিনোদন দুনিয়ায় চোখ রাখলেও দেখা যা এইরকম একাধিক নজির। এক নজরে দেখে নেওয়া যায় রুপোলি দুনিয়ার কোন কোন তারকা বেশি বয়সে বিয়ে করেছন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েই হোক শুভারম্ভটা।

Advertisment

দোলন রায়-দীপঙ্কর দে

দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়ে নিয়েও কম জলঘোলা হয়নি। তাঁদের বয়সের বিস্তর ফারাক। তবুও অসমবয়সী প্রেম টু দাম্পত্যে দারুণ খুশি টলিউডের এই পাওয়ার কাপল। দোলনকে বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫ বছর। আর দোলনের বয়স ছিল ৪৯ বছর। বয়সের পার্থক্য ছিল ২৬ বছর। ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। 

ভরত কল-জয়শ্রী

Advertisment

জয়শ্রী মুখোপাধ্যায় যখন ভরত কলকে বিয়ে করেন তখন অভিনেত্রীর বয়স ছিল ২৫ বছর। আর তখন ৫০-এর কোটায় ভরত কল। জয়শ্রী- ভরত কল ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।  ১৮ বছরের ছোট জয়শ্রীকে বিয়ে করে সুখী দাম্পত্যে রয়েছেন তাঁরা। রয়েছে একটি কন্যা সন্তানও।

আরও পড়ুন: আচমকা গায়েব অভিনেতা! ক্যানসারের মতো মারণরোগ নিয়ে লুকোচুরি, সাফাই শুনলে তাজ্জব বনে যাবেন

কাঞ্চন-শ্রীময়ী

শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিকের বিয়ে নিয়েও কম চর্চা হয়নি। ৫৩-এর কাঞ্চনের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন ৩০ অতিক্রম না করা শ্রীময়ীর। ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকীও পালন করেছেন টলিউডের এই পাওয়ার কাপল। শ্রীময়ী চট্টরাজ তো সাম্প্রতিক অতীতে বলেছিলেন, বয়স্ক স্বামীই তাঁর পছন্দ। তাই শ্রীময়ীর নজরে সেরা পাত্র কাঞ্চন মল্লিক। 

এবার একটু চোখ রাখা যাক বলিউডে। অত্যন্ত পপুলার দুই সেলিব্রিটিই অনেকটা বেশি বয়স বিয়ে করেছিলেন। সেই তালিকায় রয়েছেন সংগীতশিল্পী মিলিন্দ সোমন ও অভিনেতা আশীষ বিদ্যার্থী। প্রথমে আসা যাক মিলিন্দের কথায়। অঙ্কিতা কনওয়ারের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সময় মিলিন্দের বয়স ছিল ৫২ বছর আর অঙ্কিতা তখন সদ্য যৌবনা। বয়স মাত্র ২৩ বছর। ২৯ বছরের বয়সের ব্যবধানে সুখী দাম্পত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। মিলিন্দ-অঙ্কিতার লাভিডাভি রোম্যান্টিক মুহূর্ত টেক্কা দিতে পারে জেনওয়াই-কেও। এই পথের পথিক আশীষ বিদ্যার্থীও। ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তখন রূপালী বড়ুয়ার বয়স প্রায় ৫০। 

আরও পড়ুন: বাথরুম থেকে উদ্ধার লাখ লাখ টাকা! অসৎ পথে অর্থ উপার্জন করে শেষ অভিনেত্রীর কেরিয়ার!

Bollywood Wedding Bollywood Couple Bollywood Actor bollywood actress dilip ghosh