Actress Harassment: 'শুটিং সেটে আচমকা এক ব্যক্তি ঢুকে...', ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করলেন চাহাত খান্না

Bade Achche Lagte Hain: বড়ে আচ্ছে লাগতে হে ধারাবাহিকের সেটে অপরিচিত এক ব্যক্তি চাহাত খান্নাকে বিরক্ত করেন। সেই সময় রাম কাপুর কী ভাবে তাঁকে সুরক্ষা দিয়েছিলেন? ফাঁস করলেন অভিনেত্রী।

Bade Achche Lagte Hain: বড়ে আচ্ছে লাগতে হে ধারাবাহিকের সেটে অপরিচিত এক ব্যক্তি চাহাত খান্নাকে বিরক্ত করেন। সেই সময় রাম কাপুর কী ভাবে তাঁকে সুরক্ষা দিয়েছিলেন? ফাঁস করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শুটিং সেটে রাম কাপুর কী ভাবে সুরক্ষা দিয়েছিলেন চাহাতকে?

শুটিং সেটে রাম কাপুর কী ভাবে সুরক্ষা দিয়েছিলেন চাহাতকে?

Chahatt Khanna Bade Achche Lagte Hain: শুটিং সেটে অভিনেত্রীদের হেনস্থা হওয়ার একাধিক ঘটনা উঠে আসে পেজ ৩-এর খবরে। একটা সময় জনপ্রিয় হিন্দি মেগা ছিল বড়ে আচ্ছে লগতে হে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রাম কাপুর ও সাক্ষী তনওয়ার। আর সাক্ষীর ছোটবোনের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন  চাহাত খান্না। একসঙ্গে কাজ করতে করতে দুজনের খুব ভাল বন্ডিংও তৈরি হয়ে গিয়েছিল। রাম কাপুরের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল চাহাতের। শুটিং সেটে এক বহিরাগতের আগমনে সমস্যায় পড়েছিলেন চাহাত খান্না। তখন তাঁকে সাহায্য করেছিলেন রাম কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে অকপট বড়ে আচ্ছে লগতে হে খ্যাত চাহাত খান্না। তিনি বলেন, কী ভাবে সহ অভিনেতার ফ্যান গার্ল হয়ে উঠেছিলেন।

Advertisment

রাম কাপুর প্রসঙ্গে বলেন, 'রাম কাপুর ভীষণ ভাল মানুষ, তেমনই অন্যকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। একটা ঘটনা মনে আছে, বড়ে আচ্ছে লগতে হে-র সেটে এক অপরিচিত ব্যক্তি ঢুকে পড়েন। আমাকে প্রচণ্ড বিরক্ত করেছিলেন। সেই সময় রাম কাপুর ওই অনুপ্রবেশকারীর সঙ্গে রীতিমতো লড়াই করেছিলেন। ওইদিনের পর থেকে আমি রাম কাপুরের ফ্যান হয়ে গিয়েছিলাম। মহিলাদের সুরক্ষা দিতে সবসময় এগিয়ে আসতেন।' সাক্ষী সম্বন্ধে বলতে গিয়ে বলেন, 'সাক্ষী ছিল আমার বড় বোনের মতো। ভীষণ মিষ্টি একটা মেয়ে। এখনও যদি দেখা হয় মনে হয় উনি পুরনো দিনগুলোর মতোই রয়েছেন। দুই বোনের সম্পর্ক বলতে আমি আজও আমার আর সাক্ষীর সম্পর্ককে বুঝি। ওঁর মতো একজন ভাল মানুষের মতো কাজ করার দারুণ অভিজ্ঞতা রয়েছে।'

আরও পড়ুন: হালখাতা না করে মুঠোফোনে চোখ! পয়লা বৈশাখে কোন ৭ টি বাংলা ওয়েব সিরিজ দেখবেন?

চাহাতের টেলি জার্নি শুরু হয়েছিল টেলি শো Hero – Bhakti Hi Shakti Hai-এর মাধ্যমে। এরপর Kumkum – Ek Pyara Sa Bandhan, Kaajjal-এর মতো মেগায় কাজ করে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। এছাড়াও চাহাত অভিনীত জনপ্রিয় হিন্দি মেগাগুলোর মধ্যে রয়েছে Qubool Hai। বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে Thank You, ইরফান খানের, জুহি চাওলার সঙ্গেও বলিউডি ছবিতে কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী চাহাত খান্না। 

Advertisment

আরও পড়ুন: ডিভোর্সের পর চরম অর্থসংকট! মেয়েকে নিয়ে মুম্বই ছেড়ে অনলাইনে জামাকাপড় বেচে দিন গুজরান অভিনেত্রীর

Chahatt Khanna hindi serial Hindi Television Hindi language Hindi Film