Bengali Web Series For Poila Baisakh: রাত পোহালেই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের আনন্দে মাতবে আম বাঙালি। ছুটির আমেজে বাহারি পদের সুবাস ভেসে আসবে রান্নাঘর থেকে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ির ছোট থেকে বড় সামিল হয়ে যাবে দোকান ঘুরে মিষ্টির প্যাকেট কালেকশনে। বাংলা বছরের প্রথমদিনে হালখাতা করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ঘরের দেওয়ালে নতুন ক্যালেন্ডারের গন্ধটাও ভীষণ পছন্দ বাঙালির। মিষ্টির প্যাকেট খুলে পছন্দের মিষ্টি খাওয়ার মধ্যেও রয়েছে এক অনাবিল আনন্দ। উপরোক্ত বিবরণ অনুযায়ী একদল বাঙালি বাংলা নববর্ষ পালন করেন। আরেকদল আবার 'ল্যাদখোর', যাঁরা ছুটির দিনে ঘরে বসে মুঠোফোনে বা টেলিভিশনে পছন্দের মুভি বা সিরিজ দেখতে ভালবাসেন।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পয়লা বৈশাখের দিন যাঁরা বাংলা সিরিজ দেখে দিন কাটানোর প্ল্যান করছেন তাঁদের জন্য রইল তালিকা। একনজরে দেখে নিন বাংলা নববর্ষে কোন কোন বাংলা সিরিজ দেখতে পারেন। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' থেকে 'পরিণীতা', 'নিখোঁজ ২' থেকে' 'রঙ্গিলা কিতাব', সদ্য মুক্তিপ্রাপ্ত 'লজ্জা ২', 'ডাইনি', 'একেনবাবু সিজন ৮'-এর মতো বাংলা ওয়েব সিরিজগুলেো দেখতে পারেন। যাঁরা ঋত্বিক চক্রবর্তীর ভক্ত তাঁদের জন্য পারফেক্ট চয়েজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'। আবার যাঁরা রোম্যান্টিক সিরিজ ভালবাসেন তাঁরা দেখতে পারেন পরিণীতা।
আরও পড়ুন: দেশি-বিদেশির মেলবন্ধন, সুরের বাঁধনে অরিজিৎ-এড শিরান, নতুন অ্যালবাম ঘিরে বাড়ছে উন্মাদনা
ক্রাইম থ্রিলারের জন্য আপনি দেখতে পারেন 'নিখোঁজ ২'। কাজের চাপে যদি এই সিরিজটি না দেখা হয়ে থাকে তাহলে পয়লা বৈশাখে দেখতেই পারেন। পুলিশের ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় নিঃসন্দেহে উপভোগ করবেন। ২০২৪-এর ৮ নভেম্বর মুক্তি পেয়েছে 'রঙ্গিলা কিতাব'। নববর্ষে দেখার জন্য এটাও অন্যতম সেরা বাংলা সিরিজ। ক্রাইম থ্রিলারের দর্শকের জন্য এটা হতে পারে সেরা পছন্দ। হাসি-মজার মোড়কে সিরিয়াস গল্প দেখতে ভালবাসেন?একেনবাবু পছন্দ? তাহলে নববর্ষে ঘরে বসে দেখে ফেলুন 'একেনবাবু সিজন ৮'।
লেটেস্ট সিরিজের মধ্যে রয়েছে 'ডাইনি', 'লজ্জা ২'। মিমি চক্রবর্তী অভিনীত ডাইনি দর্শকমহলে বেশ প্রশংসিত। ছকভাঙা চরিত্রে মিমি চক্রবর্তীর অভিনয় এনজয় করতে চাইলে বাংলা নববর্ষে দেখতে পারেন হইচই প্ল্যাটফর্মের এই সিরিজটি। প্রিয়াঙ্কা সরকারের 'লজ্জা ২'-ও দারুণ। প্রথম পর্ব যাঁরা দেখেছেন তাঁদের জন্য দ্বিতীয় পর্ব আরও উত্তেজনাপূর্ণ। আদালতে জয়ার লড়াই দেখতে মুখিয়ে ছিল দর্শক। অপেক্ষার অবসান ঘটিয়ে হইচইতে মুক্তি পেয়েছে সিরিজটি। বাংলা নববর্ষে চটজলদি দেখে ফেলুন 'লজ্জা ২'।
আরও পড়ুন: অতীতের মায়াজালে জড়ানো এক জীবনের গল্প, মা-মেয়ের নাড়ির টান অনুভব করাল 'পুরাতন