Bengali Television, Chandreyee Ghosh, Gangster Ganga: 'গ্য়াংস্টার গঙ্গা' ধারাবাহিকে কিছুদিন আগেই বিয়ে হয়েছে গঙ্গা ও গদাইয়ের। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই আসছে নতুন চমক। এবার পারিবারিক জটিলতা বাড়তে চলেছে এবং সেই জটিলতা বাড়াতে আসছেন চান্দ্রেয়ী ঘোষ। যাঁরা ধারাবাহিকটি নিয়মিত দেখেন, তাঁরা জানেন যে সম্প্রতি দাদাঠাকুর গিয়েছিলেন তাঁর বেনারসের আশ্রমে। সেখান থেকেই বিয়ে করে ফিরেছেন তিনি আর সেই বিবাহিত স্ত্রী, তারাসুন্দরী-র চরিত্রেই এলেন চান্দ্রেয়ী ঘোষ।
চান্দ্রেয়ী ঘোষ বাংলা টেলিভিশনের সবচেয়ে অভিজ্ঞ অভিনেত্রীদের একজন। বিশেষত খলনায়িকা হিসেবে তিনি বিরাট জনপ্রিয়। তবে সান বাংলা-র এই ধারাবাহিকে তাঁকে সরাসরি ঠিক খলনায়িকা বলা যাচ্ছে না। কারণ তারাসুন্দরী বেশ জটিল একটি চরিত্র। ব্য়াপারটা ঘটেছে এই রকম-- দাদাঠাকুর অর্থাৎ গদাইয়ের ঠাকুর্দা হঠাৎই বিয়ে সেরে ফিরেছেন বেনারস থেকে। পরিবারের সবাই অবাক কারণ বৃদ্ধ দাদাঠাকুরকে সবাই ব্রহ্মচারী এক সাধক হিসেবেই কল্পনা করে এসেছে।
আরও পডৃুন: ‘কৃষ্ণকলি’-কে সরানো প্রায় অসম্ভব! রইল এই সপ্তাহের সেরা দশ তালিকা
তিনি কী করে হঠাৎ বয়সে অনেকটা ছোট এক মেয়েকে বিয়ে করে চলে এলেন, সেটাই সবার কাছে বেশ আশ্চর্যের। ওদিকে তারাসুন্দরী কিন্তু বাড়িতে এসেই সবার দেখভাল করতে শুরু করেছে, সবার মন জয় করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু গঙ্গার মনের মধ্যে খটকা লাগে প্রথম থেকেই। সত্য়িই কি দাদাঠাকুরের বিবাহিত স্ত্রী হিসেবে বাড়িতে এসেছে এই রহস্য়ময়ী নাকি কোনও বিশেষ উদ্দেশ্য় সাধন করতে স্ত্রী-র ছদ্মবেশে সে ঢুকতে চাইছে পরিবারে। আর এই গোটা ঘটনায় দাদাঠাকুরেরও কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলেই আশঙ্কা গঙ্গার।
অর্থাৎ আগামী এপিসোডগুলি বেশ জমজমাট হবে বলেই ধারণা। নতুন এই চরিত্র নিয়ে চান্দ্রেয়ী জানালেন, ''তারাসুন্দরীকে আপাতদৃষ্টিতে খুবই কেয়ারিং মনে হবে কিন্তু ক্রমশই দর্শক বুঝতে পারবেন যে অনেক বড় কোনও পরিকল্পনা নিয়েই সে এসেছে এবং সেটাই হবে 'গ্য়াংস্টার গঙ্গা'-র একটা টার্নিং পয়েন্ট। খুবই এক্সাইটেড লাগছে নতুন চরিত্রটা নিয়ে। বিশেষ করে যেভাবে চরিত্রটাকে গল্পে নিয়ে আসা হচ্ছে, সেটা খুবই ইন্টারেস্টিং।''
আরও পডৃুন: ওয়েব সিরিজ রিভিউ: ভালবাসা ও বিপ্লবের নিষিদ্ধ ইশতেহার ‘সুফিয়ানা’
সান বাংলা-তে প্রতিদিন রাত ৯টায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। গঙ্গার ভূমিকায় রয়েছেন সঙ্ঘমিত্রা তালুকদার। নায়ক গদাইয়ের ভূমিকায় রয়েছেন কৌশিক দাস ও দাদাঠাকুরের ভূমিকায় রয়েছেন অরিজিৎ গুহ।