Kangana Ranaut: 'বিবাহিত পুরুষ প্রেমের প্রস্তাব দিলে...', হৃত্বিকের নাম না করে ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক ক্যুইন কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut Comment: পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত সম্পর্ক এবং কেরিয়ার শুরুর দিকের কিছু অপ্রিয় ঘটনার কথা খোলামেলা আলোচনা করেন। আর কী বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী?

Kangana Ranaut Comment: পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত সম্পর্ক এবং কেরিয়ার শুরুর দিকের কিছু অপ্রিয় ঘটনার কথা খোলামেলা আলোচনা করেন। আর কী বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিস্ফোরক কঙ্গনা

Kangana Ranaut Controversial Comment: ফের বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত ফের পেজ ৩ খবরের শিরোনামে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা তাঁর পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত সম্পর্ক এবং কেরিয়ার শুরুর দিকের কিছু অপ্রিয় ঘটনার কথা খোলামেলা আলোচনা করেন। তাঁর মতে, সমাজ এখনও তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী নারীদের দ্রুত দোষারোপ করে অথচ পুরুষদের ভুল সহজেই ক্ষমা করে দেয়।

Advertisment

কেরিয়ারের শুরুতে তিনি কী ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিক থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন, 'হাউটারফ্লাই' ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে অতীত নিয়ে অকপট কঙ্গনা রানাওয়াত। ক্যুইন কঙ্গনা বলেন, 'অবশ্যই আমাকে কাস্টিং কাউচের শিকার হয়েছিলাম। যাঁরা ইন্ডাস্ট্রির বাইরের অংশ অর্থাৎ তারকা পরিবারের সন্তান নয় তাঁদের সঙ্গে নোংরা ও নিষ্ঠুর আচরণ করে। 'মি টু' ক্যাম্পেইনের সময় আমি সোজাসুজি বলেছিলাম, এখানে প্রচুর অত্যাচার সইতে হয়। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, অন্যক্ষেত্রেও হয়। আমি সেই জায়গাগুলোতে গিয়েছি, কাজ করেছি। ভাগ্য ভালো যে জীবনের প্রথম দিকে সুযোগ পেয়েছিলাম। কিন্তু অনেকেই আজও সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন।'

আরও পড়ুন 'যে মহিলারা ডেটিং অ্যাপ ব্যবহার করে তাঁদের চরিত্র...', লিভ-ইন রিলেশন নিয়ে বিস্ফোরক কঙ্গনা

Advertisment

'আমি খুব বেশি নায়কের সঙ্গে কাজ করিনি। কারণ আমার মনে হত নায়করা খুব ‘বদতেমিজ’। যৌন ইঙ্গিত নয় বরং তাঁদের আচরণ, শুটিং সেটে দেরিতে আসা, নায়িকাদের ছোট করা, কোণঠাসা করে দেওয়ার মতো ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, মামলা দায়ের হয়েছে, অপমান করা হয়েছে, ছোট মেকআপ ভ্যানও দেওয়া হয়েছে। অনেক নায়িকা এসব মেনে নেন কিন্তু আমি সেগুলো মেনে নিইনি। তাই আমাকে আত্মকেন্দ্রিক বলা হয়েছে।' 

বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে কঙ্গনা বলেন, সমাজ সবসময় নারীদেরই দোষ দেয়। অভিনেত্রীর সংযোজন, 'আপনি যখন তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী আর কোনও বিবাহিত পুরুষ আপনাকে প্রেমের প্রস্তাব দেন তখন বলা হয় আপনি কারও সংসার ভাঙাচ্ছেন। দোষটা পুরুষের নয়, নারীর দিকেই অভিযোগের আঙুল তোলে। ধর্ষণের ক্ষেত্রেও ভুক্তভোগীকেই দোষী বানানো হয়। পোশাক পরার ধরন, সময়, সবকিছু নিয়ে প্রশ্ন তোলা হয়। এগুলোই ভুল মানসিকতার প্রমাণ।' 

আরও পড়ুন পায়ের সামনে ৮০ বছরের বৃদ্ধ! বয়স্ক মানুষের সঙ্গে দুর্ব্যবহার, কঙ্গনার কীর্তিতে ছিছিক্কার নেটপাড়ায়

উল্লেখ্য, কঙ্গনার সঙ্গে আদিত্য পাঞ্চালি ও হৃতিক রোশনের দীর্ঘদিনের আইনি দ্বন্দ্ব রয়েছে। হৃতিক হিন্দুস্তান টাইমস-এ এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সঙ্গে ওই মহিলার (কঙ্গনা) সরাসরি কোনও মামলা নেই। ভারতে নাকি পুরুষদের পিছু নেওয়ার অভিযোগে মামলা হয় না।”

Kangana Ranaut Bollywood News