/indian-express-bangla/media/media_files/2025/10/17/charlie-2025-10-17-12-05-37.jpg)
কী বলছেন তিনি?
Singer Charlie Puth: গায়ক-গীতিকার চার্লি পুথ এবং তাঁর স্ত্রী ব্রুক স্যানসোন তাঁদের জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। তারকা দম্পতির কোলজুড়ে শিগগিরই তাঁদের প্রথম সন্তান আসছে। ৩৩ বছর বয়সী এই জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী তাঁর নতুন একক ‘চেঞ্জেস’ (Changes)-এর মিউজিক ভিডিওর মাধ্যমে এই খুশির খবরটি সৃজনশীলভাবে ভাগ করে নেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল সোয়েটার পরা ব্রুক তাঁর পেটে হাত রেখেছেন, আর পাশে দাঁড়িয়ে আছেন চার্লি- মুখে পরিপূর্ণ হাসি। শেষ দৃশ্যে দু’জনকে একসঙ্গে নতুন শুরুর দিকে হাঁটতে দেখা গিয়েছে। তাঁদের জীবনের নতুন যাত্রার শুরু হচ্ছে, দুজনেই উদ্বেলিত। ভিডিওটির ক্যাপশনে চার্লি লেখেন, 'কিছু একটা বদলে গেল'- যা ভক্তদের মনে কৌতূহল জাগায়।
এর আগেই, ৮ অক্টোবর চার্লি ইনস্টাগ্রামে এক রহস্যময় পোস্ট করেছিলেন, যেখানে তিনি বলেন, তাঁর নতুন গানটি জীবনের "সবচেয়ে সুন্দর ও রঙিন অধ্যায়"- তাই এভাবেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া শ্রেয় বলে মনে করলাম। সেই বার্তা থেকেই অনেকে অনুমান করেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনে কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে।
Zubeen Garg Death: জুবিন গর্গ মামলায় বাকসায় ফের উত্তেজনা, সহিংসতার অভিযোগে দুজন গ্রেফতার
মিউজিক ভিডিও প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, "বেবি পুথ আসছে! শুভেচ্ছা! আবার কেউ বলেছেন, "আমার কান্না পাচ্ছে। তোমাদের দুজন-কে খুব শুভেচ্ছা।" অনেকেই তাঁদের 'প্রিয় দম্পতি' বলে উল্লেখ করেছেন।
চার্লি ও ব্রুক গত ৭ সেপ্টেম্বর ২০২৪-এ ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে পুথের পারিবারিক বাড়িতে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন। ১৭ সেপ্টেম্বর তাঁরা এই সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ব্রুক স্যানসোন পেশায় একজন জনসংযোগ সমন্বয়কারী (PR coordinator)। যদিও তিনি আলোচনার বাইরে থাকতে ভালোবাসেন, তবুও চার্লির জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় তিনি পাশে থাকেন।
Amar Singh Chamkila: বীরেন্দ্র মৃত্যুর তিন দিন আগে দেখা করেছিলেন, অমর সিং-কে আগেভাগেই সতর্ক করেছিলেন যোগরাজ?
এই দম্পতির প্রেম শুরু হয় ২০২২ সালের জুনে, যখন দু’জনেই তাঁদের জন্মস্থান নিউ জার্সি থেকে বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর করে তোলেন। তাঁদের বিয়ের প্রথম নাচের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন ব্রুস স্প্রিংস্টিনের ক্লাসিক গান ‘জার্সি গার্ল’—যা তাঁদের ভালোবাসার শহরকে শ্রদ্ধা জানায়।