Zubeen Garg Death: জুবিন গর্গ মামলায় বাকসায় ফের উত্তেজনা, সহিংসতার অভিযোগে দুজন গ্রেফতার

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ অংশ নিতে গিয়ে মারা যান। অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের আয়োজিত এক নৌকা ভ্রমণের সময়, তিনি সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন...

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ অংশ নিতে গিয়ে মারা যান। অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের আয়োজিত এক নৌকা ভ্রমণের সময়, তিনি সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zubeen Garg

বড় মোড় তাঁর মৃত্যু কাণ্ডে...

 Zubeen Garg Death: আসাম পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, গায়ক জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে, পুলিশের কনভয়ে পাথর ছোঁড়া ও সহিংস বিক্ষোভের ঘটনায় জড়িত থাকার অভিযোগে, বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বাকসা জেলায় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Advertisment

৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ অংশ নিতে গিয়ে মারা যান। অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের আয়োজিত এক নৌকা ভ্রমণের সময়, তিনি সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে  তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Amar Singh Chamkila: বীরেন্দ্র মৃত্যুর তিন দিন আগে দেখা করেছিলেন, অমর সিং-কে আগেভাগেই সতর্ক করেছিলেন যোগরাজ? 

Advertisment

বাকসা জেলা কারাগারের বাইরে অভিযুক্তদের আনা হলে উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অন্তত তিনটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায়, গুয়াহাটির এইমসে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুজনের নাম আহেলা মিয়া ও রমিজ আলী, এছাড়াও আরও সাতজনকে শনাক্ত করা হয়েছে। 

রাজ্য সরকার জানিয়েছে, এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নেতৃত্বে থাকা সিআইডি স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত আগামী সপ্তাহে সিঙ্গাপুরে গিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে দেখা করবেন। এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, "যখন জুবিন জীবিত ছিলেন, তখন অনেকে তাকে অপমান করেছিল। এখন তার মৃত্যুর পর তারা তাকে দেবতার মতো পূজা করছে। এরা প্রকৃত ভক্ত নয়, রাজনৈতিক স্বার্থে তার নাম ব্যবহার করছে।"

Kapil Sharma Cafe: ফের গুলিবর্ষণ! কপিল শর্মার ক্যাপস ক্যাফে ঘিরে চূড়ান্ত আতঙ্ক...

নতুন দিল্লিতে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার অ্যালিস চেংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর সিঙ্গাপুর হাইকমিশন জানায়, জুবিন গর্গের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন ভারতীয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে এবং তদন্ত এখনও চলমান। তারা আসামের জনগণের ধৈর্য ও সহানুভূতির আহ্বান জানিয়েছে।

Assam Entertainment News Today Zubeen Garg