Actor Baby: বিয়ের তিন বছর পর পিতৃসুখ, বাবা হলেন 'ছাবা' খ্যাত বিনীত কুমার, পুত্র না কন্যা এল ঘরে?

Vineet Kumar Bbay Boy: রবিবাসরীয় ছুটির দিনে ভক্তদের সুখবর। বাবা হলেন ভিকি কৌশলেকর সহ অভিনেতা বিনীত কুমার সিং। পুত্র না কন্যা সন্তান এল পরিবারে?

Vineet Kumar Bbay Boy: রবিবাসরীয় ছুটির দিনে ভক্তদের সুখবর। বাবা হলেন ভিকি কৌশলেকর সহ অভিনেতা বিনীত কুমার সিং। পুত্র না কন্যা সন্তান এল পরিবারে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বাবা হলেন বিনীত

Vineet Kumar-Ruchira Baby Boy: বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত নাম  বিনীত কুমার সিং। জন্নত, গ্যাংস অফ ওয়াসেপুর, ছাবা-র মতো বহু হিট ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। অভিনেতা হিসেবে সফল হওয়ার পর এবার শুরু হল জীবনের এক নতুন জার্নি। ২৪ জুলাই বাবা হয়েছেন ভিকি কৌশলের সহ অভিনেতা বিনীত। স্ত্রীর বেবি বাম্প আগলে মেটারনিটি ফটোশুটের মাধ্যমেই নতুন অতিথির আগমনের অপেক্ষা করছিলেন।

Advertisment

Advertisment

অবশেষে ২৪ জুলাই এসে গেল সেই শুভক্ষণ। বিনীত আর রুচিরাকর জীবনে এল তাঁদের প্রথম সন্তান। সিং পরিবারে এল রাজপুত্র, অর্থাৎ পুত্র সন্তানের বাবা হলেন বিনীত। বিয়ের তিন বছর পর সন্তানসুখ লাভ করলেন দম্পতি। ২৭ জুলাই রবিবাসরীয় ছুটির দিনে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। 

ছাবা খ্যাত অভিনেতা বিনীত কুমার সিং আবেগঘন পোস্টে লেখেন, 'ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে এলো নতুন অতিথি। ছোট্ট সিং এসে গিয়েছে। ইতিমধ্যেই সকলের মন চুরির পাশাপাশি দুধের বোতলও দখল করে নিয়েছে। এই অমূল্য উপহারের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। রুচিরা ও বিনীত।'

আরও পড়ুন 'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া

বাবা হওয়ার সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা বিনীত। বিক্রান্ত মাসে ভাই সাব সম্বোধন করে লিখেছেন, 'অনেক শুভেচ্ছা'। সঙ্গে লাল হৃদয় ও ইভিল আই ইমোজি দিয়েছেন। অহনা কুমরা লিখেছেন, 'খুব ভাল খবর। ছোট্ট অতিথির সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'

আরও পড়ুন ঘরে এল নতুন সদস্য, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন বিগ বস ওটিটি-র প্রতিযোগী ও কনটেন্ট ক্রিয়েটার?

প্রসঙ্গত, বিনীত ও রুচিরা চলতি বছরের মে মাসে তাঁদের প্রথম সন্তান আসবে সেই খবর দিয়েছিলেন। পোস্টে লেখা ছিল, 'নতুন জীবন ও আশীর্বাদ! শীঘ্রই আসছে আমাদের ছোট্ট অতিথি। আমরা তোমায় স্বাগত জানানোর জন্য প্রস্তুত।'‘মুক্কাবাজ’ ও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’এ দাপুটে অভিনয়ের জন্য পরিচিত বিনীত কুমার সিং। সম্প্রতি ছাবাতে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছেন। শুটিংয়ের সময় এক অ্যাকশন দৃশ্যে পিঠে চোট পেলেও ফিজিওথেরাপির সাহায্যে একজন পেশাদার অভিনেতার মতো কাজ করেছেন।

আরও পড়ুন দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা, সদ্যোজাতর ছবি পোস্ট করলেন অভিনেত্রী, কেমন দেখতে হল তারকা সন্তান?

Entertainment News Bollywood News