/indian-express-bangla/media/media_files/2025/09/12/cats-2025-09-12-12-52-36.jpg)
অকাল প্রয়াণ অভিনেতা-গায়কের
Yu Menglong Passed Away: বিনোদুনিয়ায় ফের দুঃসংবাদ। মাত্র ৩৭ বছরেই নিভল জীবন প্রদীপ। অত্যন্ত জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং-এর অকাল প্রয়াণের খবরে স্তম্ভিত অনুরাগীরা। বৃহস্পতিবার বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ইউ মেংলং-এর। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ চীনা ইন্ডাস্ট্রিতে। ইউ মেংলং-এর মৃত্যুর খবর তাঁর টিমের তরফে উইবোতে নিশ্চিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মারা গিয়েছেন। পুলিশ অপরাধমূলক বিষয় খারিজ করে দিয়েছে। আমরা ওঁর আত্মার শান্তি কামনা করি এবং আশা করছি প্রিয়জনেরা ভালবাসায় মুড়ে রাখবেন।'
প্রসঙ্গত, এক সেলেব পাপারাজ্জি একটি পোস্টে ইউ-এর মৃত্যুর খবর প্রকাশ করেও তা মুছে ফেলেন। সেই পোস্টে লেখা ছিল, 'আজ খবর পেলাম যে Eternal Love এবং Go Princess Go–এর প্রধান অভিনেতা ইউ মেংলং বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মারা গিয়েছেন। এক অভ্যন্তরীণ সূত্র আমাকে জানিয়েছে, ইউ ৯ সেপ্টেম্বর এক বন্ধুর বাড়ি পাঁচ-ছ'জন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খাবার খাচ্ছিলেন। ১১ সেপ্টেম্বর রাত প্রায় দুটো নাগাদ তিনি ঘুমাতে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ভোর ছ'টার সময় বন্ধুরা যখন বেরচ্ছিলেন তখন তাঁকে দেখতে পাননি। নিচে নামার পর বন্ধুর মৃতদেহ দেখতে পান। এক প্রতিবেশী পোষ্যকে হাঁটানোর সময় ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে এটি অপরাধমূলক কোনো ঘটনা নয়। তবে সঠিক কারণ এখনও তদন্ত সাপেক্ষ।'
আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! সলমানের নায়িকার মৃত্যুর খবরে তোলপাড়, এরপর যা হল...
অভিনেতা হিসেবে ২০০৭ সালে ইউ মেংলং তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন। প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো 'My Show, My Style'–এ অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় জার্নি। এরপর তিনি ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'The Little Prince'–এ অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিক চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য 'Go Princess Go', 'Love Game in Eastern Fantasy', 'Feud' এবং 'Eternal Love'। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি গানের সম্ভার।