/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-10-48-26.jpg)
শোকের ছায়া অভিনেতার পরিবারে
Andhra Pradesh EX CM Daughter In Law Death: বিনোদুনিয়ায় ফের মৃত্যুসংবাদ। থ্রি ইডিয়টস খ্যাত প্রবীন অভিনেতা অচ্যুত পোটদারের মৃত্যুর পরই প্রয়াত দক্ষিণী অভিনেতা জুনিয়র NTR-এর কাকিমা। তিনি নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্র জয়কৃষ্ণের স্ত্রী পদ্মজা। ১৯ আগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল পদ্মজাকে। কিংবদন্তি অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারকা রামা রাওয়ের পুত্রবধূ এবং 'ওয়ার ২' খ্যাত জুনিয়র এনটিআরের কাকিমার প্রয়াণে শোকের ছায়া নন্দমুরি পরিবারে।
পদ্মজা ছিলেন দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন। পদ্মজার মৃত্যু সংবাদ সামনে আসতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হায়দ্রাবাদের উদ্দেশে রওনা দেন এবং এক্স হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সৌন্দর্য, মাধুর্য এবং মর্যাদাশীল স্বভাবের জন্য তিনি ছিলেন সকলের নয়নের মণি। রাজনৈতিক পরিমণ্ডলেও পদ্মজার ছিল গভীর সংযোগ, কারণ তিনি ছিলেন দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন। বিগত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
బావమరిది నందమూరి జయకృష్ణ సతీమణి, దగ్గుబాటి వెంకటేశ్వరరావు సోదరి పద్మజ మరణించారని తెలిసి దిగ్భ్రాంతికి లోనయ్యాను. ఈ ఘటన మా కుటుంబంలో విషాదం నింపింది. పద్మజ ఆత్మకు శాంతిని చేకూర్చాలని భగవంతుని ప్రార్థిస్తున్నాను.
— N Chandrababu Naidu (@ncbn) August 19, 2025
১৮ আগস্ট শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ১৯ আগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মজা। পরিবারের সদস্যদের কাছে পদ্মজা ছিলেন অত্যন্ত স্নিগ্ধ, দৃঢ় ও সহনশীল স্বভাবের একজন মহিলা। যিনি নিজের হাতে সংসারটাকে সুন্দরভাবহে গুছিয়ে ছিলেন এবং পরম যত্নে আগলে রেখেছিলেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকজ্ঞাপন বার্তায় লিখেছেন, 'আমার ভগ্নীপতি নন্দমুরি জয়কৃষ্ণের পত্নী এবং দগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাওয়ের বোন পদ্মজার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ঈশ্বর যেন তাঁর আত্মাকে শান্তি দেন।'
আরও পড়ুন হাসপাতালেই সব শেষ! অসুস্থতার সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা
অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী লোকেশ নারাও শোক প্রকাশ করে লেখেন, 'আমার কাকা নন্দমুরি জয়কৃষ্ণের পত্নী পদ্মজার মৃত্যুসংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। পদ্মজার আকস্মিক মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।' উল্লেখ্য, পদ্মজা ও জয়কৃষ্ণের সন্তান নন্দমুরি চৈতন্য কৃষ্ণ ‘ধাম’ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি ‘ব্রিদ’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন দীর্ঘ রোগের সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী