Chiranjeet On Moon Moon Sen Husband Death : বাবাকে হারালেন রাইমা সেন ও রিয়া সেন। মঙ্গলবার সকালেই পরিবারে শোকের ছায়া। প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। স্বামীর মৃত্যুকে শোকস্তব্ধ মুনমুন সেন। মঙ্গলের সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য খবর দেওয়া হয়। কিন্তু, সেটি পৌঁছনোর আগেই সব শেষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত। মঙ্গলবার সকালে কাউকে সেবার সুযোগটাই দিলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মা (বয়স আনুমানিক ৭৮)। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল ৪৬ বছরের দাম্পত্য।
মুনমুন সেনের ভাল বন্ধু চিরঞ্জিৎ চক্রবর্তী। মুনমুন সেনের স্বামীর প্রয়াণের খবর নিশ্চিত করতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। খবরে সিলমোহর দিয়ে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, 'আজ সকালেই মুনমুনের বর মারা গিয়েছে। আমি শুনেছি। মুনমুন আর আমি অনেকদিনের বন্ধু। আগে প্রায়ই দেখা হত। এখন আর সেভাবে হয় না। শেষ দেখা হয়েছিল পরমব্রতর বিয়ের পর যে পার্টি থ্রো করেছিল সেখানে। তখনই বলেছিল, ভরত খুব অসুস্থ। চোখেও ভাল দেখতে পায় না। তাই বাড়ি ছেড়ে এখন আমারও খুব একটা কোথাও যাওয়া হয় না।'
ভরতের মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, 'ও খুব ভাল মানুষ ছিল। একজন ভাল চরিত্রের মানুষ ছিল। কথা খুবই কম বলত। ওঁর চলে যাওয়াটা দুঃখের। মুনমুন আমার বন্ধু। তাই এই খবরটা শুনে খুব খারাপ লেগেছে। পরিবার এই শোক সামলে উঠুক এটাই চাই।'
উল্লেখ্য, ভরত দেববর্মার মাতামহী ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী। আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। তাঁর পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে।