/indian-express-bangla/media/media_files/2025/10/28/cats-2025-10-28-15-09-16.jpg)
আমিরের আশীর্বাদ!
Aamir Khan-Vishnu Vishal-Jwala Gutt Baby Name: অভিনেতা থেকে প্রযোজক, ছক্কা হাঁকিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ব্যক্তিগতজীবনেও অন্যের নজরে তিনিই 'সেরা'। সম্প্রতি তামিল অভিনেতা বিষ্ণু বিশাল এবং তাঁর স্ত্রী জ্বালা গুট্টা যিনি ব্যাডমিন্টন তারকা জীবনে বিরাট ভূমিকা পালন করেছেন আমির। তাঁদের জীবনের একপ্রকার 'রক্ষাকবচ' হিসেবে কাজ করেছেন। আমিরের নামের সঙ্গে এই উপমাগুলো জুড়ে দেওয়ার নেপথ্যে কী কারণ? কেন তিনি ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন? তাঁদের নবজাতক কন্যা 'মীরা' নামও রেখেছেন তিনিই! উল্লেখ্য, সেলেব কাপল বিষ্ণু ও জ্বালার জীবনে আশার আলো জ্বালিয়েছেন আমির।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষ্ণু জানিয়েছেন, কীভাবে তাঁদের সন্তানের নামকরণের পেছনে আমিরের অবদান রয়েছে এবং কেন এই অভিনেতা তাঁদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। বিষ্ণু ও আমিরের বন্ধুত্ব শুরু হয় ২০২৩ সালে, যখন আমিরের মা জিনাত হুসেন চিকিৎসার জন্য চেন্নাইয়ে এসেছিলেন। তখন আমির বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের থাকার বন্দোবস্তের ব্যবস্থা করে দেন। বিষ্ণু স্মৃতিচারণা করে বলেন, 'ওই সময় তিনি একটি ছবির প্রযোজনার কাজে ব্যস্ত ছিলেন। তিনি চেয়েছিলেন হোটেলের বদলে ২-৩ মাসের জন্য একটি হোমস্টে যেন পাই, যাতে তাঁর টিম কাজের জন্য যথেষ্ট জায়গা পায়। আমি ওঁদের জন্য কয়েকটি ভিলা ঠিক করে দিই। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত।'
এই সম্পর্ক আরও মজবুত হয় যখন আমির তাঁদের জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান। বিষ্ণু বলেন, 'আমির হলেন ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার।' তিনি জানান, দীর্ঘদিন তাঁরা সন্তান ধারণের সমস্যায় ভুগছিলেন এবং দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনই আমির এগিয়ে এসে মুম্বইয়ের এক নামী ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ দেন। বিষ্ণুর সংযোজন, 'আমির আমার স্ত্রীর আইভিএফ চিকিৎসার জন্য মুম্বইয়ের একজন অভিজ্ঞ চিকিৎসকের সন্ধান দেন। আর যখন জ্বালা গর্ভবতী হল আমরা আনন্দের জোয়ারে ভেসে যাই। কারণ আমরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। আমির আমাদের জীবনে আবার আনন্দ ফিরিয়ে এনেছিলেন। তিনিও আমাদের পরিবারের মতোই ভালবাসেন।'
শুধু তাই নয়, জ্বালার গর্ভাবস্থার সময়ও আমির মুম্বইয়ে নিজের বাড়িতে পরম যত্ন করেন। বিষ্ণু বলেন, 'জ্বালা প্রায় দশ মাস মুম্বইয়ে আমিরের পরিবারের সঙ্গে ছিল। ওঁর মা ও বোন ব্যক্তিগতভাবে যত্ন নিতেন। মনে হত নিজের বাড়িতেই আছে। এরপরই সম্পর্ক আরও গভীর হয়। যেহেতু তারকা দম্পতির জীবনে পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ আস্বাদনের ক্ষেত্রে আমিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাই সন্তানের নামকরণ অভিনেতাই করবেন। আবেগতাড়িত হয়ে বিষ্ণু বলেন, 'জ্বালা যখন গর্ভবতী হয় আমি আমিরকে বলেছিলাম তুমি-ই আমাদের সন্তানের নাম রাখবে। কারণ আমাদের জীবনে আবার আশা জাগিয়েছ তুমি। পরে আমির নামকরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যার নাম রাখেন ‘মীরা’।'
আরও পড়ুন বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us