Pandit Chhannulal Mishra Death: শাস্ত্রীয় সংগীতে নক্ষত্রপতন, জীবনাবসান 'পদ্মভূষণ' ছন্নুলাল মিশ্রর, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Pandit Chhannulal Mishra-Narendra Modi: চিরঘুমে পদ্ম বিভূষণ ও পদ্মভূষণ প্রাপ্ত খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায়।

Pandit Chhannulal Mishra-Narendra Modi: চিরঘুমে পদ্ম বিভূষণ ও পদ্মভূষণ প্রাপ্ত খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

না ফেরার দেশে ছন্নুলাল মিশ্র

Chhannulal Mishra: উৎসবের আনন্দকে ফিকে করে চিরঘুমে পদ্ম বিভূষণ ও পদ্মভূষণ প্রাপ্ত খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তাঁর প্রয়াণে শোকের ছায়া শাস্ত্রীয় সংগীতের দুনিয়ায়। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন মির্জাপুরে কনিষ্ঠ কন্যার সঙ্গেই বসবাস করছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। মিডিয়া রিপোর্ট মোতাবেক, বুধবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি দেন। বিকেল ৫টায় বারাণসীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই-কে পণ্ডিত ছান্নুলাল মিশ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে নম্রতা মিশ্র। তিনি জানান, 'গত ১৭-১৮ দিন ধরে বয়সজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ভোর প্রায় ৪টার সময় তিনি বাড়িতেই প্রয়াত হন।' শিল্পীর প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় শিল্পে তাঁর অমূল্য অবদানের কথা স্মরণ করে এক্স হ্যান্ডেলে যুগলের ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন নতুন ছবির কাজের মাঝেই মাথায় বজ্রপাত, মাকে হারিয়ে শোকে পাথর 'রাজ' খ্যাত পরিচালক

Advertisment

শোকবার্তায় মোদি লিখেছেন, 'প্রসিদ্ধ শাস্ত্রীয় গায়ক পণ্ডিত ছন্নুলাল মিশ্রজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি আজীবন ভারতীয় শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য নিজেকে নিবেদন করেছিলেন। শাস্ত্রীয় সংগীতকে তিনি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতেও অনন্য অবদান রেখেছেন। আমার সৌভাগ্য যে আমি সর্বদা তাঁর স্নেহ ও আশীর্বাদ পেয়েছি। ২০১৪ সালে তিনি বারাণসী আসনে আমার প্রার্থীও ছিলেন। এই কঠিন সময়ে আমি ওঁর পরিবার-পরিজন ও অসংখ্য ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!'

প্রসঙ্গত, সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে ভর্তি ছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। সেই সঙ্গে বুকে সংক্রমণ ও রক্তাপ্লতাও ছিল। মেয়ে নম্রতা জানান, মির্জাপুরে চিকিৎসা চলাকীলন চিকিৎসকরা তাঁকে স্যার সুন্দর লাল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর বাড়ি ফিরে আসেন। রক্তাপ্লতা ও  চামড়ার রোগ সংক্রান্ত চিকিৎসাও হয়েছে। রক্ত ও প্রস্রাব পরীক্ষার পরই রক্তপ্লতা ধরা পড়ে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে মির্জাপুরে নিয়ে আসেন। প্রসঙ্গত, ২০২০ সালে তিনি পদ্ম বিভূষণ এবং ২০১০ সালে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হন। উল্লেখ্য, তাঁর স্ত্রী চার বছর আগেই প্রয়াত হন।

আরও পড়ুন জুবিনের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, CID-এর কাছে অনলাইনে অভিযোগ দায়ের পরিবারের

death news