Zubeen Garg Death Case: জুবিনের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, CID-এর কাছে অনলাইনে অভিযোগ দায়ের পরিবারের

Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুতে তাঁর পরিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতরে (CID) অনলাইনে অভিযোগ দায়ের করেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি করা হয়েছে।

Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুতে তাঁর পরিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতরে (CID) অনলাইনে অভিযোগ দায়ের করেছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি করা হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মৃত্যুর তদন্ত চায় পরিবার

Zubeen Garg Family: ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পারফর্ম করতে গিয়ে আর ঘরে ফেরা হয়নি অসমের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গের। স্কুবা ডাইভিংয়ের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়নে ইয়া আলি খ্যাত গায়ক। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া অসম থেকে মুম্বই সহ খাস কলকাতায়। বলিউড থেকে টলিউডের একাধিক গানে জুবিনের কণ্ঠের জাদুতে মোহিত শ্রোতারা। তাই জুবিন গর্গের মৃত্যুশোক যেন ভুলতে পারছে না তাঁর অনুরাগীরা। মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। সত্যিই জুবে মৃত্যু হয়েছে গায়কের নাকি আপ্তসহায়কের গাফিলতিই দায়ী? সিআইডি-র জিজ্ঞাসাবাদে অসমীয়া অভিনেত্রী নিশিতা জুবিনের মৃত্যুর দায় চাপিয়েছেন সিদ্ধার্থ শর্মার (ম্যানেজার) কাঁধে। এবার জুবিন গর্গের মৃত্যুতে তাঁর পরিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতরে (CID) অনলাইনে অভিযোগ দায়ের করেছে। 

Advertisment

অভিযোগটি দায়ের করেছেন জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ, ভগ্নিপতি পামি বার্থাকুর এবং কাকা মনোজ বার্থাকুর। পরিবারের পক্ষ থেকে গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে 'নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল'-এর আয়োজক শ্যামকানু মহান্তকে কাঠগোড়ায় তোলা হয়েছে। সূত্রের খবর, সিঙ্গাপুর ভ্রমণে যুক্ত সকল সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। বাদ যায়নি সিঙ্গাপুরে বসবাসরত অসমীয়া ব্যক্তিদেরও যাঁরা জুবিন গর্গকে ইয়ট পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি করা হয়েছে। 

আরও পড়ুন জুবিনের স্মৃতিতে মূর্তি স্থাপন, প্রয়াত গায়ককে সম্মান প্রদর্শনে আর কী পদক্ষেপ কোচবিহার পৌরসভার?

Advertisment

৫২ বছর বয়সি জুবিন গর্গ গত সপ্তাহে তিন দিনের ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণের জন্য এসেছিলেন। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। জুবিনের মৃত্যুতে অনুষ্ঠান বাতিল করা হয়। গায়কের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) আয়োজক শ্যামকানু মহান্ত এবং গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে ৬ অক্টোবরের মধ্যে তদন্তে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। 

সিঙ্গাপুরে ইয়টে গর্গের সঙ্গে থাকা ১১ জনের বেশি আসামবাসীকেও হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আমরা তাদের ৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছি। ভারতীয় দূতাবাসের মাধ্যমে সিঙ্গাপুরে সমন পাঠানো হয়েছে। এরই মধ্যে সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহান্তের বিরুদ্ধে ইন্টারপোল মারফত লুকআউট নোটিশ জারি করা হয়েছে, যাঁতে তারা অন্য দেশে পালাতে না পারে।'

আরও পড়ুন আপ্তসহায়কের গাফিলতিতেই জুবিনের মৃত্যু! CID-র ডাকে বিস্ফোরক দাবি অভিনেত্রী নিশিতার

Zubeen Garg