/indian-express-bangla/media/media_files/2025/09/08/cats-2025-09-08-11-47-36.jpg)
তিনদিনের বক্স অফিস আয়
The Bengal Files Box Office Collection Day 3: বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'। বাংলার হলে বাধাপ্রাপ্ত বিবেকের ফাইলস ট্রিলজির শেষ ভাগ। বাংলায় ছবি মুক্তির জন্য অনেক কাঠখড় পুড়িয়েও কোনও সুরাহা হয়নি। অভিনেত্রী-সহ প্রযজক পল্লবী যোশীও মমতার সঙ্গে আলোচনায় বসার অনুরোধও করেছিলেন। যদিও বরফ গলেনি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিওবার্তায় পরিচালক মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন সিনেমা দেখলে স্যালুট করবেন। কিন্তু, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধরাশায়ী বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সারা ভারত থেকে প্রায় ১.৭৫ কোটি টাকা আয় করেছে। উইকএন্ডে অর্থাৎ শনি ও রবিবার কত আয় হল? প্রথম তিনদিনে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ঝুলিতে এল প্রায় ৬.৬৫ কোটি টাকা।
বিবেকের বিতর্কিত 'ফাইলস' ট্রিলজির তৃতীয় ও শেষ ভাগ দ্য বেঙ্গল 'ফাইলস' ২০১৯ সালের 'দ্য তাশখন্দ ফাইলস'-এর তুলনায় অনেক বেশি আয় করেছে। তবে ২০২২-এর ব্লকবাস্টার মুভি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি এই ছবি। ভারতীয় বক্স অফিসে প্রত্যাশিত ওপেনিং উইকএন্ডে 'দ্য বেঙ্গল ফাইলস' যে একেবারে ব্যর্থ সে কথা বলাইবাহুল্য। প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ছবি মুক্তির প্রথমদিন আয় হয়েছিল ১.৭৫ কোটি টাকা। শনিবার সেই আয়ের পরিমান সামান্য বেড়ে হয়েছে ২.১৫ কোটি এবং রবিবাসরীয় ছুটির দিনে দ্য বেঙ্গল ফাইলস-এর বক্স অফিস কালেকশন পৌঁছেছে ২.৭৫ কোটি।
আরও পড়ুন বক্স অফিসে ধরাশায়ী বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস', প্রথম দিনে বক্স অফিস আয় কত?
সব মিলিয়ে প্রথম তিনদিনে বিবেকের বহু বিতর্কিত দ্য বেঙ্গল ফাইলস ছবির মোট আয়ের পরিমান ৬.৬৫ কোটি। এই অঙ্ক দ্য তাশখন্দ ফাইলস-এর আয়ের প্রায় তিন গুণ হলেও দ্য কাশ্মীর ফাইলস-এর প্রায় এক-চতুর্থাংশ মাত্র। দ্য কাশ্মীর ফাইলস প্রথম দিনেই ৩.৫৫ কোটি আয় করেছিল। দ্য বেঙ্গল ফাইলস-এর ওপেনিং ডে-র আয়ের দ্বিগুণ। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটি এবং তৃতীয় দিনে ১৫ কোটি আয় করেছিল। যেখানে দ্য বেঙ্গল ফাইলস-এর তুলনায় যথাক্রমে তিনগুণ ও ছয়গুণ বেশি।
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক
প্রথম তিন দিনে দ্য কাশ্মীর ফাইলস ভারতে আয় করেছিল ২৭.১৫ কোটি। দ্য বেঙ্গল ফাইলস-এর সামনে বড় চ্যালেঞ্জ বাগি ৪। ছবিটি ভারতের বক্স অফিসে প্রথম তিন দিনে আয় করেছে ৩১.২৫ কোটি। তবে উইকএন্ডে সর্বোচ্চ আয় করেছে হরর ছবি দ্য কনজিউরিং: লাস্ট রাইটস। ভারতে যে ছবির কালেকশন ৫০.৫০ কোটি।