/indian-express-bangla/media/media_files/2025/09/07/cats-2025-09-07-17-04-36.jpg)
অসুস্থ কমেডিয়ান
Comedian Zakir Khan: জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খানের ভক্তদের জন্য খারাপ খবর। আপাতত বেশ কয়েকদিন আর দেখা যাবে না জাকিরের কমেডি শো। অসুস্থতার কারণে কর্মবিরতিতে যাচ্ছেন কমেডিয়ান। শনিবার এমনটাই ঘোষণা করেছেন খোদ জাকির খান। ৩৮ বছর বয়সী এই কমেডিয়ান জানান একটানা কাজের চাপ তাঁর স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব ফেলেছে। গত এক বছর ধরে অসুস্থ বোধ করলেও তিনি কাজ থেকে ছুটি নিতে পারছিলেন না। তবে এবার বিরতি নেওয়া ছাড়া আর উপায় নেই। তাই শনিবার ঘোষণা করেছেন স্বাস্থ্যজনিত কারণে দীর্ঘ সফরসূচি থেকে আপাতত বিরতি নিচ্ছেন।
জাকির বলেন,'গত দশ বছর ধরে আমি ট্যুর করছি। সবার ভালবাসা পেয়ে আমি ধন্য। তবে এভাবে লম্বা সফর একেবারেই স্বাস্থ্যকর নয়। প্রতিদিন ২-৩টি শো, নিদ্রাহীন রাত, ভোরবেলার ফ্লাইট এবং খাওয়াদাওয়ার কোনও নির্দিষ্ট সময়সূচি নেই। সবকিছু মিলিয়ে শরীরের ওপর ভীষণ চাপ পড়ছে। গত এক বছর ধরে অসুস্থ থাকলেও কাজ চালিয়ে যেতে হয়েছে।'
আরও পড়ুন তাবুতে ঘুমের মধ্যেই আচমকা আক্রমণ! বরাত জোরে প্রাণে বাঁচলেন পাক গায়িকা
তিনি আরও জানান, মঞ্চে পারফর্ম করতে তিনি ভীষণ ভালোবাসেন তবে এখন স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে বাধ্য হচ্ছেন। কৌতুক অভিনেতার কথায়, 'আমি একেবারেই বিরতি নিতে চাই না কিন্তু গত এক বছর ধরে এটা এড়িয়ে যাচ্ছিলাম। এখন মনে হচ্ছে, দেরি হওয়ার আগে বিরতি নেওয়াই ভাল। তাই এবার সীমিত শহরে সফর হবে। নতুন শো যোগ করা সম্ভব নয়। এই বিশেষ শো রেকর্ডের পর চিকিৎসক দীর্ঘ বিরতির পরামর্শ দিয়েছেন।'
এরপর তিনি ভক্তদের উদ্দেশে জানান, তার আসন্ন ভারত সফর 'পাপা ইয়ার'-এ সীমিত সংখ্যক শো থাকবে। ইন্দোরে কোনও শো হবে না বরং দর্শকদের ভোপালে আসতে অনুরোধ করেছেন তিনি। আগামী ভারত সফর শুরু হবে ২৪ অক্টোবর আর চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। ভাদোদরা, আহমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ভোপাল, উদয়পুর, জোধপুর এবং মাঙ্গালুরু সহ একাধিক শহরে পারফর্ম করবেন কমেডিয়ান জাকির খান।
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক