/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/nusrat-jahan-759-1.jpg)
নুসরতের দিনযাপন। ফোটো- নুসরত জাহানের ইনস্টাগ্রাম
করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বে ত্রাহি ত্রাহি অবস্থা। করোনাভাইরাস সংক্রমণের মাত্রা গত তিন দিনে হু হু করে বেড়েছে। শুধু রবিবারেই আরও ৮১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫। মৃত্যু হয়েছে সাত জনের। গোষ্ঠী সংক্রমণ রুখতে আজ বিকেল পাঁচটা থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে থাকার অঙ্গীকার পালন করে চলেছেন অভিনেত্রী।
করোনাভাইরাস নিয়ে সতর্ক করার পাশাপাশি দুঃস্থ মানুষদের মাস্ক বিরতণ করতেও দেখা গেল নুসরতকে। তবে কিছুদিন আগেই জলের কল খুলে হাত পরিষ্কার করার সচেতনতামূলক ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছিলেন বসিরহাটের সাংসদ। করোনার প্রাদুর্ভাবে গৃহবন্দী তিনি। সচারচর এমন সময় পাওয়া যায় না। তাই বসে না থেকে সময়টাকে কাজে লাগিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন, লকডাউনে দর্শকের জন্য সাম্প্রতিক ছবির প্রিমিয়ার হইচইয়ে
কিছুদিন আগেই দেখা গিয়েছিল আঁকছেন তিনি। কিন্তু এদিন বিরিয়ানি বানানোর ভিডিয়ো পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল হল সেটা। যে রাঁধে সে চুলও বাঁধে- নুসরতের জন্য এই কথা অক্ষরে অক্ষরে সত্যি।
View this post on InstagramKeep Calm & Add Dum to your Biriyani ♥️ #quarantining
A post shared by Nusrat (@nusratchirps) on
আরও পড়ুন, হাততালি, কাঁসর-শঙ্খ, করোনা যোদ্ধাদের সম্মান জানালেন শুভশ্রী-যিশু সহ টলিউড
এই সময়টা করোনাকে যুদ্ধে পরাস্ত করার চেষ্টা ছাড়াও অনেকেই অবসর যাপন হিসাবে কাজে লাগিয়েছে। কিন্তু জনপ্রতিনিধি হলে একটা বাড়তি দায়িত্ব তো থেকেই যায়। সেকথা কখনওই ভোলেননি তিনি। তাঁর সাংসদ বন্ধু মিমি চক্রবর্তী লন্ডন থেকে ফিরে আপাতত কোরায়েন্টাইনে। তবে তিনিও এলাকায় কাজ থামিয়ে রাখেননি। দায়িত্ব সচেতন নাগরিকের প্রতিটা কতর্ব্যই পালন করে চলেছেন নিরলস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন