যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। প্রথম থেকেই তিনি নিজের সংসদীয় এলাকার কাজে সক্রিয় তিনি। বিপদে-আপদে এলাকার মানুষদের পাশে পাওয়া গিয়েছে তাঁকে। লন্ডন থেকে ফিরে করোনা সতর্কতায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন মিমি চক্রবর্তী। কিন্তু তাতে লোকসভা কেন্দ্রের কাজে ভাটা পড়েনি।
করোনার প্রার্দুভাব থেকে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে তাঁর টিম। এলাকার মানুষকে সতর্ক করা ছাড়াও, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন তিনি। নিজে বাড়িতে বন্দি হলেও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিচ্ছেন মিমি।
আরও পড়ুন, দুঃস্থদের মাস্ক বিলি লন্ডন ফেরত অভিষেকের, ওড়ালেন আইসোলেশন গুজব
ভিডিয়োতে মিমি বললেন, ''এই সময় আমরা সবাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে সময় প্রত্যেকের পাশে প্রত্যেক থাকা প্রয়োজন। ভয় বা গুজব না ছড়িয়ে রাজ্যসরকারের সতর্কতামূলক নির্দেশ মেনে চলুন। স্যানিটাইজার খাওয়ার আগে ব্যবহার করুন। নিজের হাত বারবার করে ধুতে থাকুন।''
আরও পড়ুন, করোনা সচেতনতায় ‘করুণাময়ী রাণী রাসমণি’ অভিনেতাদের বিশেষ ভিডিও
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কর্মীরা এলাকার মানুষদের সচেতন করছেন এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করছেন। করোনাভাইরাসের আক্রমণে ক্রমশই জটিলতর হয়ে উঠছে দেশের পরিস্থিতি। করোনাভাইরাসের মারণ থাবায় ক্রমেই ভারতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। শনিবার সেই সংখ্যা ছুঁল ২৫৮য়।
বিদেশে থাকা ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে সকল ভারতীয়দের ১৮ মার্চের মধ্যে ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার লন্ডন থেকে কলকাতা ফিরেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
বিমানবন্দর থেকে মাস্ক না পরে বেরনোর জন্য মিমিকে নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। এই বিতর্কেরও উত্তর দিয়েছেন মিমি। কেন মাস্ক পরে বেরোননি তিনি? ভিডিয়োয় মিমি বলেছেন, ”একবার মাস্ক ব্যবহার করার পর সেটা দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। তাছাড়া করোনা পজিটিভ না হলে মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা সবক্ষেত্রে নেই।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন