লকডাউনে দূষণমুক্ত মুম্বই, প্রমাণ জুহির 'ডলফিন ভিডিয়ো'

সমুদ্রে সাঁতার কেটে বেড়াচ্ছে দুটো ডলফিন। বলিউড নায়িকা জুহি চাওলা সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই মিশ্র প্রতিক্রিয়া মিলল টুইটারেতিদের।

সমুদ্রে সাঁতার কেটে বেড়াচ্ছে দুটো ডলফিন। বলিউড নায়িকা জুহি চাওলা সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই মিশ্র প্রতিক্রিয়া মিলল টুইটারেতিদের।

author-image
IE Bangla Web Desk
New Update
juhi dolphins

মুম্বইয়ের সমুদ্রে খেলে বেড়াচ্ছে ডলফিন।ফোটো- টুইটার

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি ক্লাব থেকে তোলা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে সমুদ্রে সাঁতার কেটে বেড়াচ্ছে দুটো ডলফিন। বলিউড নায়িকা জুহি চাওলা সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই মিশ্র প্রতিক্রিয়া মিলল টুইটারেতিদের। করোনার আতঙ্কে মুম্বইয়ে গৃহবন্দী প্রত্যেকে। তার জেরেই দূষণ কমেছে পরিবেশের।

Advertisment

আরও পড়ুন, লকডাউনে দর্শকের জন্য সাম্প্রতিক ছবির প্রিমিয়ার হইচইয়ে

জুহি টুইট করে ভিডিয়ো শেয়ার করেছেন লিখেছেন, ''মুম্বইয়ের বাতাস কী সুন্দর। হালকা ও তাজা...!!! বিশ্বাস করতে পারছি না...এইমাত্র বিচ ক্যান্ডি ক্লাবের কাছে ডলফিনদের খেলে বেড়াতে দেখলাম। সবসময় শাটডাউন শহরের জন্য খারাপ হয় না।''

Advertisment

আরও পড়ুন, কণিকা কাপুরের সঙ্গে পার্টিতে উপস্থিত ২৬৬ জন, নমুনা পরীক্ষায় মিলল না করোনার অস্তিত্ব

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সমস্ত মানুষ আটকে বাড়িতে। দোকান-পাট, কল-কারখানা সমস্ত কিছু বন্ধ। গাড়ি চলাচল করছে না রাস্তায়। ফলে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মোনঅক্সাইডের মতো দূষিত গ্যাসের মাত্রা কমেছে অনেকটাই। সমুদ্রে আবর্জনা ফেলার পরিমাণও কম। স্বাভাবিকভাবেই পরিস্কার হয়েছে আবহাওয়া।

ইতিমধ্যে বহু মানুষ শেয়ার করেছেন ২২ সেকেন্ডের ওই ভিডিয়ো। তবে সবাই তো জুহির মতো করে ভাবে না। প্রত্যেকে লকডাউনের ভাল দিকটা কতটা দেখতে পাচ্ছেন তাও বোঝা যাচ্ছে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood coronavirus