মারণ ভাইরাস সংক্রমণের গতি বৃদ্ধি অব্যাহত। করোনাভাইরাসে বাংলায় আক্রান্ত আরও বাংলায় একজন। এই নিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। রাজ্যে মৃত্যু হয়েছে এক জনের। এদিকে করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। গৃহবন্দি গোটা দেশ। এই পরিস্তিতিতে বাজারে খাদ্য-সামগ্রীর দর হুহু করে উর্ধ্বমুখী। জরুরি পরিষেবা অব্যাহত রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
আরও পড়ুন, লকডাউনের রোজনামচা! নিজেদের কীভাবে ব্যস্ত রেখেছেন তারকারা?
এমতবস্থায় ঘাটালবাসী পাশে পেলেন তাদের সাংসদ দেবকে। করোনা মোকাবিলায় ঘাটালের প্রয়োজনীয় সামগ্রী থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড খোলার সমস্ত বন্দোবস্ত করছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য স্যানিটাইজার, গ্লাভস -নিত্যপ্রয়োজনীয় সবকিছু যাতে ঠিকমতো সরবরাহ করা হয় সে কারণেই নিজের সাংসদ তহবিল থেকে অর্থসাহায্য করলেন দেব।
পুরোদমে কাজ করছেন সাংসদ দেব।
আরও পড়ুন, লকডাউন! টেলিভিশনের পর্দায় ফিরছে রামায়ণ
করোনা পরীক্ষায় প্রয়োজনীয় টেস্ট কিট, এবং হাসপাতালের সরঞ্জাম সবকিছু কিনতে ১ কোটি টাকা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করলেন তারকা-সাংসদ। গৃহবন্দী তাতে কি!সংসদীয় এলাকার জন্য কাজে কোনও ভাটা পড়েনি। আগেও বাসিন্দাদের চাহিদা মেনে ঝুমি নদীর উপরে সেতুর জন্য কেন্দ্রের কাছ থেকে ১২ কোটি টাকা বরাদ্দ করেছেন সাংসদ।
এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৪। এদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড-১৯ সংক্রমণে দেশে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুশারে, মৃতের সংখ্যা ১৭। রাজস্থানে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে দুই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে, ভারত এখনও সংক্রমণের দ্বিতীয় ধাপেই রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন