Advertisment
Presenting Partner
Desktop GIF

পুরস্কারের জন্য মনোনীত প্রসেনজিৎ, স্বস্তিকা, আয়ুষ্মান

অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও লেখকদের সম্মানিত করার পুরস্কার ক্রিটিক চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড। প্রায় আটটি ভাষার- হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, মারাঠি, মালায়লম, গুজরাটি এবং কন্নড় ছবি মনোনীত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Critics Choice Film Awards

ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ডের সমস্ত মনোনয়ন।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড ২০২০-র মনোনয়ন তালিকা। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও লেখকদের সম্মানিত করার পুরস্কার ক্রিটিক চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড। প্রায় আটটি ভাষার- (হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, মারাঠি, মালায়লম, গুজরাটি এবং কন্নড়) ছবি মনোনীত হয়।

Advertisment

১৪ মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড। বিভিন্ন ভাষার সঙ্গে টলিউড ও বলিউডের বেশকিছু ছবি মনোনীত হয়েছে। তালিকা রইল:

বাংলা

সেরা অভিনেতা (পুরুষ)

কৌশিক গঙ্গোপাধ্যায়- কেদারা

ঋদ্ধি সেন- নগরকীর্তন

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- রবিবার

ঋত্বিক চক্রবর্তী- জ্যেষ্ঠপুত্র

সেরা অভিনেতা (মহিলা)

স্বস্তিকা মুখোপা‌ধ্যায়- কিয়া অ্যান্ড কসমস

জয়া আহসান- রবিবার

কনীনিকা বন্দ্যোপাধ্যায়- মুর্খাজিদার বউ

জয়া আহসান- বিজয়া

সেরা পরিচালক

অতনু ঘোষ- রবিবার

ইন্দ্রদীপ দাশগুপ্ত- কেদারা

বুদ্ধদেব দাশগুপ্ত- উড়োজাহাজ

সেরা ছবি

কেদারা

রবিবার

উড়োজাহাজ

সেরা চিত্রনাট্য

চূর্ণী গঙ্গোপাধ্যায়, তারিখ

ইন্দ্রদীপ দাশগুপ্ত- কেদারা

অতনু ঘোষ- রবিবার

আরও পড়ুন, মেরে আঙ্গনে ম্যায়: আসিম রিয়াজ ও জ্যাকলিন ফার্নান্ডেজের মিউজিক ভিডিও

হিন্দি

সেরা অভিনেতা (পুরুষ)

রণবীর সিং- গল্লি বয়

মনোজ বাজপেয়ী- সোন চিড়িয়া

গুলশন দেবাইয়া- মর্দ কো দর্দ নেহি হোতা

আয়ুষ্মান খুরানা- আর্টিকল ১৫

নওয়াজউদ্দিন স‌িদ্দিকি- ফোটোগ্রাফ

সেরা অভিনেতা (মহিলা)

কঙ্গনা রানাওয়াত- জাজমেন্টার হ্যায় কিয়া

গীতিকা বিদ্যা - সোনি

সাইনা মলহোত্রা- ফোটোগ্রাফ

ভূমি পেডনেকর- ষাণ্ড কি আঁখ

ইয়ামি গৌতম- বালা

সেরা পরিচালক

ভাসান বালা- মর্দ কো দর্দ নেহি হোতা

জোয়া আখতার- গল্লি বয়

অভিষেক চৌবে- সোনচিড়িয়া

অনুভব সিনহা- আর্টিকল ১৫

ইভান আইয়ার- সোনি

সেরা ছবি

গল্লি বয়

সোন চিড়িয়া

মর্দ কো দর্দ নেহি হোতা

সোনি

আর্টিকল ১৫

সেরা চিত্রনাট্যকার

জোয়া আখতার ও রিমা কাগতি- গল্লি বয়

ভাসান বালা- মর্দ কো দর্দ নেহি হোতা

ইভান আইয়ার ও কিসলে- সোনি

অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি- আর্টিকল ১৫

রবীন্দর রান্ধেওয়ালা, এজাজ খান ও সুমিত সাক্সেনা- হামিদ

আরও পড়ুন: রাজের ‘ধর্মযুদ্ধ’ এগিয়ে গেল

Read the full article in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood prosenjit chatterjee Ayushmann Khurrana Swastika Mukherjee Bengali Film
Advertisment