scorecardresearch

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

আজকাল অনেক ছবির অফার পেলেও ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক সংযত হয়েছেন প্রিয়াঙ্কা। এবার তার ফলও পেলেন হাতেনাতে।এবছর দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা।

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

অন্দরকাহিনি আর অন্দরে থাকল কই! আর এই অন্দরের গল্প নিয়েই দাদা সাহেব ফালকে ফিল্ম ফেষ্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে আনলেন প্রিয়াঙ্কা সরকার। সোমবার দাদা সাহেব ফালকের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল অষ্টম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল।

ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সায়নী ঘোষঅন্দরকাহিনি ছবিটির ভিত্তি একটি নিখাদ প্রেমের গল্প। অর্নব মিদ্যার পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সায়নী ঘোষ, রাজেশ শর্মা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ও। ছবিটির মূল কেন্দ্রবিন্দু ভিন্নসত্তার চারজন নারী। তাঁরা কখনও কারও বোন, কারও বন্ধু, কারও সন্তান অথবা কারও স্ত্রী। পর্দায় এই চারটি চরিত্রেই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেত্রীকে।

আরও পড়ুন: শহরে এসে পড়ল শরৎ, সৌজন্য়ে উমার ট্রেলার

আরও পড়ুন: প্রকাশ্যে এল পাওলি-আদিলের ছবি মাটির টিজার

ছবিটির অন্য আকর্ষন  হল এতে প্রতিটি চরিত্রই অভিনেতাদের আসল নাম ব্যবহার করেছে। যেমন রাজেশ শর্মার নাম ছবিতে রাজেশ, সায়নী আবার পর্দায় শুধু সায়নীই। অবশ্য প্রিয়াঙ্কার চরিত্রগুলির নামগুলি কেবল আলাদা। আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিতে সবাই ডাকেন স্যার বলে। অন্দরকাহিনি ছবিটির পুরো শুটিংই হয়েছে বাংলাদেশে।

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত, তনুশ্রী সহ পরিচালক অরিন্দম শীলও  ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান তাঁকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Dadasaheb phalke award priyanka sarkar