প্রকাশ্যে এল পাওলি-আদিলের ছবি মাটির টিজার

দুই বাংলা ভাগের সময়ের যন্ত্রনা, স্মৃতি আর বাংলা ভাগের পরবর্তী সময় নিয়ে তৈরি হয়েছে পরিচালক পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি মাটি। এই সিনেমায় পাওলি দাম ও আদিল হুসেন অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়। 

দুই বাংলা ভাগের সময়ের যন্ত্রনা, স্মৃতি আর বাংলা ভাগের পরবর্তী সময় নিয়ে তৈরি হয়েছে পরিচালক পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি মাটি। এই সিনেমায় পাওলি দাম ও আদিল হুসেন অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশ্যে এল পাওলি-আদিলের ছবি মাটির টিজার

অবশেষে প্রকাশ্যে এল  মাটির টিজার। দুই বাংলা ভাগের সময়ের যন্ত্রনা, স্মৃতি আর বাংলা ভাগের পরবর্তী সময় নিয়ে তৈরি হয়েছে পরিচালক পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি মাটি। এই সিনেমায় পাওলি দাম ও আদিল হুসেন অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়।

Advertisment

২০০৮ সালে লেখা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য। তার এতদিন পরে বাস্তবে রূপ পেতে চলেছে মাটি সিনেমাটি। ছবির গল্পে, এদেশের মেঘলার সঙ্গে শান্তিনিকেতনে পড়তে গিয়ে আলাপ হয় ওপার বাংলার জিনিয়ার। এই বাংলাদেশের বন্ধুর বিয়ের সুবাদে বেশকিছু দিন পর বাংলাদেশ যায় মেঘলা। এবং সেখানে গিয়েই আলাপ হয় জামিল ভাইয়ের সঙ্গে।

আরও পড়ুন: পরমব্রতর ভুবন মাঝি, বাংলাদেশের পর এবার ভারতেও

Advertisment

এরপরই অন্য মোড় নেয় চিত্রনাট্য। ঘটনাচক্রে জামিলের কোন পূর্বপুরুষ মেঘলার ঠাকুমাকে দেশভাগের দাঙ্গার সময় হত্যা করেছিল। এই ঘটনা জানবার পরে মেঘলার মনে কী প্রতিক্রিয়া হয়? আজ এতদিন পর কি বিগত ঘটনার দায়ভার বহন করতে হবে জামিলকে? না জামিলের চিন্তাধারায় আমুল বদল ঘটবে মেঘলার মননে। এই নিয়েই তৈরি হয়েছে মাটি সিনেমাটি। পার্টিশনের ক্ষত কী এখনো বহন করে চলেছে দুই বাংলার বর্তমান প্রজন্ম। সেই প্রশ্নের উত্তরই খোঁজে এই চিত্রনাট্য।

এই সিনেমাটি নিয়ে অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন পরিচালকদ্বয়। লীনা গঙ্গোপাধ্যায় টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার। মাটির চিত্রনাট্যও তাঁরই লেখা। পাওলি-লীনা জুটিকে একসঙ্গে শেষবার পাওয়া গিয়েছিল টিভি সিরিয়াল চেনা-অচেনায়। তার এতবছর পর এবার বড়পর্দায় পা রাখলেন তাঁরা। ছবিতে দেখা মিলবে অনেক টেলিভিশন তারকারও।

publive-image পাওলি-আদিলের ছবি মাটির ফার্স্ট লুক

এই সিনেমায় মেঘলার চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। আর জামিল ভাই হলেন আদিল হুসেন। জিনিয়ার ভূমিকায় রয়েছেন মনামী ঘোষ। এছাড়াও এ ছবিতে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনামী ঘোষ এবং অনসূয়া মজুমদার। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল এই ছবির ফার্স্ট লুক। মাটি ছবিটির সিনেমাটোগ্রাফার  শীর্ষ রায়।

আরও পড়ুন: বিসর্জন ছবির সিক্যুয়েল বিজয়া, আবার পর্দায় আবির-জয়া জুটি

প্রথমবার পাওলি-আদিল জুটির রসায়ন বড়পর্দায় দেখার জন্যে অপেক্ষায় দর্শক। আশা করা যায় আগামী মাসেই মুক্তি পাবে এই ছবিটি।

paoli dam adil hussain leena ganguly