Advertisment
Presenting Partner
Desktop GIF

Darshana Banik: ভিক্টোরিয়ায় আঁচলে টান দর্শনার, বউয়ের লজ্জা দেখে কপাল চাপড়াচ্ছেন সৌরভ?

Darshana Banik Drama: দর্শনার পরনে একটি হলুদ রঙের শাড়ি, সেখানে তাঁকে দেখা গেল নিজের মনের ইচ্ছে পূরণ করতে। ভিক্টোরিয়ার বুকে প্রেমের এক অদ্ভুত দৃশ্য দেখালেন তিনি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
darshana banik

Darshana Banik: কে টান দিল দর্শনার আঁচলে?

যারা ছোট থেকে সিনেমা দেখে বড় হয়েছেন, কিংবা শাহরুখ খানের ভক্ত, তাঁরা প্রত্যেকেই অন্তত একবার হলেও ভেবেছেন শাড়ির আঁচল কিংবা ওড়না যদি কেউ ভালবেসে একবার টেনে ধরত। দর্শনা বণিকের মনের অবস্থা ঠিক এরকমই।

Advertisment

যদিও বা তিনি তাঁর মনের মানুষকে খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, সৌরভের সঙ্গে সুখে ঘরকন্না করছেন। বেশিরভাগ জায়গাতেই তাঁকে এবং সৌরভকে একসঙ্গে দেখা যায়। প্রেম করলেন, বিয়ে করলেন তাও কেউ ভালবেসে আঁচল টেনে ধরলেন না? এবার নিজের ইচ্ছে পূরণের জন্য অভিনেত্রী নিজেই পন্থা বেছে নিলেন। আর, যাই হোক! আনন্দের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না।

আরও পড়ুন  -   Subhasish On Manoj : 'বাঘের হুংকারেই ছিটকে বেরিয়ে গেলেন মনোজদা', সার্কাসে শুটিংয়ের কথা আজও ভোলেননি শুভাশিস

দর্শনার পরনে একটি হলুদ রঙের শাড়ি, সেখানে তাঁকে দেখা গেল নিজের মনের ইচ্ছে পূরণ করতে। ভিক্টোরিয়ার বুকে প্রেমের এক অদ্ভুত দৃশ্য দেখালেন তিনি। যেখানে, সৌরভের থাকা উচিত ছিল, কাকে দিয়ে এই কাজ করালেন তিনি? অভিনেত্রী কোনও মানুষকে পেলেন কি নিজের মনের ইচ্ছে পূরণ করানোর জন্য? দেখা গেল...

দেখুন সেই ভিডিও... 

আরও পড়ুন  -   Vidya Balan recited Abol-Tabol: সুকুমার রায়ের আবোল-তাবোল ঠোঁটস্থ, অবাঙালি বিদ্যার বাংলা উচ্চারণে ভুল হল না তো?

এদিকে, বউয়ের কান্ডকীর্তি দেখে সৌরভকে আর দেখে কে। নিজের চোখে সামনে এরকম হতে দেখলে কি আর শান্ত থাকা যায়? অভিনেতা বউয়ের এসব দেখে কপাল চাপড়ালেন। যেন বলার ভাষা হারিয়েছেন তিনি। কী করলেন আসলে দর্শনা?

তিনি নিজের আঁচল ভিক্টোরিয়ার লোহার একটি ব্যারিকেডে বেঁধে দিলেন তিনি। তারপর হাবভাব এমন করলেন যেন কেউ একজন টেনে ধরেছেন। ফিরে এসে অভিনেত্রী, সেই আঁচল ছাড়িয়ে নিলেন নিজের হাতেই। আর এসব দেখে সৌরভ যেন অবাক। 

তিনি, সেই ভিডিওতে কমেন্ট তো করলেন না, উল্টে কপাল চাপড়ানোর একটি ইমোজি দিলেন। কেউ বললেন, যারা সিঙ্গেল না তাঁদেরও এসব করতে হচ্ছে। আবার কেউ বলেন, আমি করব এটা এভাবেই। আবার কারওর কথায়, এগুলো ক্রিয়েটিভিটির প্রশ্ন।

tollywood tollywood news Sourav Das Tollywood Actress Darshana Banik
Advertisment