Farida Patel Son: দিওয়ালির আগেই নিখোঁজ সন্তান, ছেলের দুঃশ্চিন্তায় সকলের কাছে কী আর্জি ডিয়ার জিন্দেগী খ্যাত অভিনেত্রীর?

Farida Patel Son Missing: ২৬ বছর বয়সী ছেলে অংশু ভেঙ্কট গত ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। মুম্বইয়ের গ্রান্ট রোড ইস্টের বাড়ি থেকেই নিখোঁজ অভিনেত্রী ফারিদা প্যাটেল ভেঙ্কটের ছেলে।

Farida Patel Son Missing: ২৬ বছর বয়সী ছেলে অংশু ভেঙ্কট গত ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। মুম্বইয়ের গ্রান্ট রোড ইস্টের বাড়ি থেকেই নিখোঁজ অভিনেত্রী ফারিদা প্যাটেল ভেঙ্কটের ছেলে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

নিখোঁজ সন্তান

Farida Patel Son Anshu Missing: রূপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে তারকাদের কত না যন্ত্রণা! সম্প্রতি আলিয়া ভাট-শাহরুখ খান অভিনীত ডিয়ার জিন্দেগি খ্যাত অভিনেত্রী ফারিদা প্যাটেল ভেঙ্কট সেইরকমই এক হৃদয়বিদারক ঘটনার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তার ২৬ বছর বয়সী ছেলে অংশু ভেঙ্কট গত ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ।  মুম্বইয়ের গ্রান্ট রোড ইস্টে তাঁদের বাড়ি থেকেই নিখোঁজ হন। এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানান, ২৮ সেপ্টেম্বর রবিবার ভোর প্রায় ৪টার দিকে অংশু বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর বাড়ি ফেরেননি। ফারিদা তাঁর ছেলের সম্পর্কে আরও একটি একটি নতুন আপডেট শেয়ার করেছেন।

Advertisment

আরও পড়ুন গলা থেকে কোমর ছুঁয়েছে সোনার হার! বিচ্ছেদ জল্পনার মাঝে করওয়া চৌথে স্ত্রীকে সারপ্রাইজ গোবিন্দার

আগে ফারিদা প্যাটেল ভেঙ্কট জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অংশুকে শেষবার দেখা গিয়েছিল রুসি মেহতা চৌক এলাকায়। লেটেস্ট পোস্টে জানিয়েছেন, ৭ অক্টোবর রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অংশুকে কুরলা ওয়েস্টে দেখা গিয়েছে। তিনি লিখেছেন, 'আমরা এখনও অংশুকে খুঁজছি। কেউ যদি ওকে দেখতে পান দয়া করে ওর সঙ্গে থাকুন এবং সঙ্গে সঙ্গে আমাদের ফোন করুন। কোনও তথ্য থাকলে দয়া করে ৯৮২০৯০২৮২৮ নম্বরে যোগাযোগ করুন। আপনাদের সাহায্য ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।'

Advertisment

এই মুহূর্তে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে ফারিদার। দুঃসহ পরিস্থিতির মধ্যেও সাহস জুগিয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষত মুম্বই পুলিশ এবং সেই সব মানুষদের যাঁরা তার পোস্ট দেখে এগিয়ে এসেছেন। তিনি অনুরোধ করেছেন সবাই যেন এই পোস্ট যত বেশি সম্ভব রিশেয়ার করেন এবং ছেলেকে খুঁজে পেতে সাহায্য করেন। 

ফারিদা তাঁর ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি শেয়ার করে জানান, যেদিন অংশু নিখোঁজ হন সেদিন তাঁর পরনে ছিল কালো স্পোর্টস শর্টস (সাদা স্ট্রাইপসহ), ধূসর কনভার্স হুডি আর কালো জুতো। পরিবারের তরফে ইতিমধ্যেই ডি.বি. মার্গ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে। অংশুর ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী, তিনি একজন ড্রামার ও মিউজিক প্রোডিউসার।

প্রসঙ্গত, ফারিদা প্যাটেল ভেঙ্কট একজন টেলিভিশন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বলিউড ছবিতেও কাজ করেন। ফারিদার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে 'তু ভি মোহব্বত', 'হিচকি', 'বারোট হাউস', 'নাগিন', 'মোক্ষ', 'দোবারা', 'প্ল্যান এ প্ল্যান বি', 'ফালতু', 'ওয়ার' সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন।

আরও পড়ুন সিনেমা সুপারহিট হতেই মিলেছিল মেকআপ ভ্যান, তার আগে কোথায় বসে মেকআপ করতেন হৃত্বিক?

bollywood actress Bollywood News