Jhumur Premiere Special Guest List: প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের এই লড়াইয়ের গল্প বলবে ঝুমুর। এই চরিত্রে অভিনয় করেছেন নবাগাতা রাজশ্রী। ঝুমুরের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার নামজাদা অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় রয়েছেন লাবণী সরকার থেকে সাহেব চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় থেকে রাজেশ শর্মা, 'খাদান' খ্যাত জন সহ আরও অনেকে।
এক গ্রাম্য মেয়ের অদম্য লড়াইয়ের কাহিনিকে পর্দায় পরিবেশন করেছেন পরিচালক বরুণ দাস। ১৭ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে ঝুমুর। সিনেমার প্রিমিয়ারে হাজির ছিলেন ঝুমুরের কলাকুশলীসহ টলিউডের খ্যাতনামা অভিনেত্রী দেবীকা মুখোপাধ্যায়, দেবশ্রী রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কেক কেটে ঝুমুরের প্রিমিয়ারে আনন্দে ভাসলেন কলাকুশলীরা।
/indian-express-bangla/media/post_attachments/79497a5a-82b.jpg)
ঝুমুরের প্রিমিয়ারে এসে স্মৃতিচারণা করলেন পর্দার দেবী চৌধুরানী। পরিচালক বরুণ দাসের সঙ্গে তিনি প্রথম ছবিতে কাজ করেছিলেন। সেই সময় বরুণ দাস ছিলেন পরিচালকের সহযোগী। ঝুমুরের প্রিমিয়ারে এসে অভিভূত অভিনেত্রী দেবীকা মুখোপাধ্যায়। এক গ্রাম্য মেয়ের অসাধারণ লড়াইয়ে তিনি মুগ্ধ। এত সুন্দর একটা ছবি তিনি দেখবেন এমনটা আশাই করতে পারেননি। নারীকেন্দ্রীক ছবির জন্য বিশেষভাবে আপ্লুত দেবীকা।
/indian-express-bangla/media/post_attachments/6284e0c7-694.jpg)
পর্দার ঝুমুর মুর্মূ ওরফে রাজশ্রী প্রিমিয়ারে এসে বলেন, তাঁর চরিত্র কী ভাবে বর্তমান সমাজকে অনুপ্রাণিত করবে। তাঁর কথায়, প্রায় প্রতিদিনই মেয়েদের উপর অত্যাচারের নজির উঠে আসে সংবাদমাধ্যমে। তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কারও উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। যাতে নিজেই নিজের রক্ষাকবচ হতে পারে। এক নজরে রাজশ্রীর বার্তা।
এই ছবিতে অভিনয় করেছেন খাদান খ্যাত জন। প্রিমিয়ারে এসে বেশ উচ্ছ্বসিত অভিনেতা। সকলকে এই ছবি দেখার আর্জি করেছেন। সেই সঙ্গে তাঁর পারফরম্যান্স কেমন লাগল তাও জানাতে বলেছেন জন। অনেকদিন পর সিনেমা দেখছেন দেবশ্রী রায়। ঝুমুর দেখার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি পর্দার 'কেমেস্ট্রি মাসি'?