/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/deepika-kartik-759.jpg)
মুম্বই এয়ারপোর্টে কার্তিক ও দীপিকা।
এগিয়ে আসছে ছবির মুক্তির দিন। তাই জোরদার প্রমোশনে ব্যস্ত পতি পত্নী অউর ওহ-তারকা কার্তিক আরিয়ন, ভূমি পেডনেকর এবং অনন্যা পাণ্ডে। তার মধ্যেই জনপ্রিয় ধিমে ধিমে চ্যালেঞ্জ, ছবির এই গানকে ভালবেসে ফ্যানেরা মাতবেন ধিমে ধিমে স্টেপে। সম্প্রতি দীপিকা পাডুকোনও অংশ নিলেও এই চ্যালেঞ্জে এবং কার্তিক আরিয়নকে অনুরোধ করলেন স্টেপ শিখিয়ে দিতে। তাই বলে এয়ারপোর্টে এ কী কাণ্ড!
মুম্বই এয়ারপোর্টে একে অপরের তালে নাচলেন কার্তিক আরিয়ন ও দীপিকা পাডুকোন। কার্তিকের কাছ থেকে পতি পত্নী অউর ওহ'র ট্র্যাক 'ধিমে ধিমে' গানের স্টেপ শিখে চ্যালেঞ্জ নিলেন নায়িকা, সঙ্গে জানালেন, দু'দিন ধরে চেষ্টা করছিলেন এমনকী রণবীরও সঙ্গ দিয়েছেন নাচটা তুলতে। অবশেষে কার্তিকের কাছ থেকে শিখে সফল নায়িকা।
View this post on InstagramAced it @deepikapadukone ????????#DheemeDheemeChallenge ???? . . #PatiPatniAurWoh 6thDec #5DaysToGo
A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on
আরও পড়ুন, ‘পাণিপথ’-এ অর্জুনের মারাঠা মেকওভার কীভাবে হল, রইল সেই ভিডিও
দু'জনের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কার্তিক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তারই কিছু ঝলক। ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'ধিমে ধিমে উইথ দীপিকা'।
আরও পড়ুন, অভিনয় জীবনে ইতি! বিয়ে করলেন টেলি-অভিনেত্রী তানিয়া
দীপিকার সঙ্গে নাচ করে যে আনন্দিত কার্তিক, সে কথাও জানাতে ভোলেননি তিনি। দীপিকাকে কুইক লার্নার-ও বললেন অভনেতা। মুদাসর আজিজ পরিচালিত ও ভূষণ কুমার প্রযোজিত পতি পত্নী অউর ওহ-ছবি মুক্তি পাবে ৬ ডিসেম্বর।