Ranveer-Deepika-Dua Christmas: বড়দিনে রণবীর-দীপিকার বাড়িতে বিরাট সেলিব্রেশন! একমাত্র মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের জন্মের পর প্রথম ক্রিসমাস বলে কথা। তাই একটু স্পেশ্যাল তো হবেই। সিং পরিবারে লক্ষ্মীর আগমনে খুশির আমেজ। রাজকন্যাকে নিয়ে সময় কাটান তারকা মম দীপিকা। নাতনির জন্য ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করেছেন দুয়ার ঠাম্মি।
নতুন সদস্যের আগমনে বড়দিনে সিং দীপবীরের জীবনে খুশির ডবল ডোজ। দুয়ার জন্য বিশেষ ক্রিসমাস ট্রি সাজালেন সেলেব পেরেন্টস। যেখানে রণবীর-দীপিকার নামের সঙ্গে রয়েছে দুয়ার নামও। তিনটি Christmas Baubles-এ তিনজনের নাম লেখা, দীপিকা, রণবীর, দুয়া। ক্রিসমাস ট্রি-র ছবি শেয়ার করে দীপিকা কিন্তু, বুঝিয়ে দিলেন ক্রিসমাসের আনন্দে ভাসছে সিং পরিবার।
ছবি শেয়ার করে বলিউডের মস্তানি ইভিল আই আর লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। রণবীরকে ট্যাগ করে লিখেছেন, 'কৃতজ্ঞ'। রণবীরও কমেন্ট বক্স লাল হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। দীপবীর ও তাঁদের রাজকন্যা দুয়াকে ক্রিসমাসে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী ও শুভাকাঙ্খীরা।
গত ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। ছোট্ট দুয়ার মুখ দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত জুটির অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর-দীপিকার একরত্তি মেয়ে দুয়ার AI ছবি। এর মাঝেই মেয়ের মুখ দর্শন করালেন সেলেব পেরেন্টস।
মুম্বইয়ে নিজের আবাসনের ক্লাব হাউজে হাতে গোনা কিছু সেলেব পাপারাৎজ্জিদের নিমন্ত্রণ করেছিলেন তারকা দম্পতি। সেখানেই মেয়ের মুখদর্শন করালেন দীপবীর। তবে হাতজোড় করে ছবি শিকারিদের কাছে ছবি না তোলার অনুরোধ করেছেন রণবীর সিং। অভিনেতার আবদার রেখেছেন সেলেব প্যাপরা।
সেলেব পাপারাৎজ্জিদের সঙ্গে মা-বাবা হওয়ার খুশি ভাগ করে নিয়েছেন রণবীর-দীপিকা। ঘরে লক্ষ্মীর আগমনে রণবীরের আনন্দকে যে আরও একটু তোল্লাই দিয়েছে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। যে পাপারাৎজ্জিরা সেখানে উপস্থিত ছিলেন তাঁরা দীপবীরের আপ্যায়নে খুশি।
আরও পড়ুন: মেয়ের জন্মের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি, দুয়ার মুখ দেখিয়ে কী বললেন রণবীর-দীপিকা?
প্যাপেরাই জানিয়েছেন, রণবীর তাঁদের সামনে হাতজোড় করে অনুরোধ করেছেন, কেউ যেন মেয়ের ছবি ক্যামেরাবন্দি না করেন। সেলিব্রেশন শুরুর কিছু সময় পরই যোগ দেন গ্ল্যামারাস মম দীপিকা পাডুকোন। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন বলিউডের মস্তানি। উল্লেখ্য, দুয়ার জন্মের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দীপবীর।