New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/23/KspnVUBGvI0z5AQeuIDn.jpg)
ফের বড় পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'
Sasurbari Zindabad Re Release: বড় পর্দায় ফিরছে ২৫ বছর আগের নস্ট্যালজিয়া। জামাইষষ্ঠী উপলক্ষে আগামী ৩০ মে বিগ স্ক্রিনে হতে চলেছে বিরাট ধামাকা। পুনরায় মুক্তি পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে খুশি শেয়ার করলেন পরিচালক হরনাথ চক্রবর্তী।
ফের বড় পর্দায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'
Haranath Chakraborty On Sasurbari Zindabad: ২০০০ সালের ১৪ এপ্রিল, সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল 'কাল্ট' মুভি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। স্বনামধন্য পরিচালক হরনাথ চক্রবর্তীর নির্দেশনায় এভারগ্রিন জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের এই ছবি যুগে যুগে সমাদৃত। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই সিনেমার নামটা শুনলেই ১৩ থেকে ৮৩, সকলের মন নেচে ওঠে, 'চোখ তুলে দেখো না কে এসেছে....'-র তালে। হরনাথ চক্রবর্তী পরিচালিত ও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 'কালজয়ী' ছবির ২৫ বছর পূর্তিতে বিরাট ঘোষণা প্রযোজনা সংস্থা এসভিএফ-এর। বড় পর্দায় ফিরছে ২৫ বছর আগের নস্ট্যালজিয়া।
জামাইষষ্ঠী উপলক্ষে আগামী ৩০ মে বিগ স্ক্রিনে হতে চলেছে বিরাট ধামাকা। পুনরায় মুক্তি পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই ছবির দুই কেন্দ্রীয় চরিত্র প্রসেনজিৎ-ঋতুপর্ণা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করে আনন্দ উদযাপন করেছেন। অন্যদিকে বেজায় খুশি পরিচালক হরনাথ চক্রবর্তীও। দীর্ঘ ২৫ বছর আগের সৃষ্টিকে রুপোলি পর্দায় পুনরায় দেখার আনন্দে ভাসছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে সেই খুশি ভাগ করে নিলেন পরিচালক।
হরনাথ চক্রবর্তী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'সত্যিই খুব আনন্দ হচ্ছে। ভেঙ্কটেশ ফিল্মসকে আমি ধন্যবাদ জানাতে চাই। শ্রীকান্ত মেহতা ও মনির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাংলার প্রথম সিনেমাস্কোপ ছবি। যা দেখে দর্শক খুবই উচ্ছ্বসিত হয়েছিল। প্রতিটি বাঙালি ঘরে এই ছবি কিন্তু একটা ইতিহাস তৈরি করেছিল। এখনও কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদের জৌলুস বিন্দুমাত্র ফিকে হয়নি। বিয়ে বাড়ি বা ব্যান্ড পার্টি, কোনও অনুষ্ঠানে আজও চোখ তুলে দেখো না গানটা বাজে। এটা আইকনিক একটা গান। ইতিহাস তৈরি করেছে। এই প্রজন্ম বড় পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখার সুযোগ পাবে এটা তো অনেক বড় প্রাপ্তি। এটা এমন একটা বাণিজ্যিক ছবি যার মধ্যে কমেডি, ইমোশন সবটাই আছে। আশা করি সকলের ভাল লাগবে। ২৫ বছর পর নতুন করে আবার হলে মুক্তি পাচ্ছে, খুবই আনন্দের। জামাইষষ্ঠীতে আবার নতুন করে কী হয় এখন সেটারই অপেক্ষা।'
২৫ বছর পর বড় পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদের প্রত্যাবর্তন, সিনেমার সিক্যোয়েল নিয়ে ভাবনাচিন্তা করছেন পরিচালক হরনাথ চক্রবর্তী? একটু হেসে বললেন, 'মানুষের কাছে এখন বিনোদনের অনেক মাধ্যম চলে এসেছে। এই ধরনের ছবি আজকের দিনে দর্শক কতটা গ্রহণ করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময় প্রসেনজিৎ-ঋতু হিট জুটি। রঞ্জিতদা অভিভাবকের চরিত্রগুলো করতেন। এখন যদি আবার এই ছবির সিক্যোয়েল তৈরি হয় তাহলে পুরোটাই নতুন করে ভাবতে হবে। তার জন্য অনেকটা গবেষণারও প্রয়োজন।'
সিক্যোয়েলের জন্য কোন জুটিকে পছন্দ? নাকি পুরনো জুটিকে ফিরিয়ে আনাই শ্রেয়? পরিচালক বলেন, 'পুরনো জুটিকে ফিরিয়ে আনা এখন আর সম্ভব নয়। নতুন ছেলেমেয়ে নিয়ে কাজ করাই আমার মতে ভাল হবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার নাম অপরিবর্তিত রেখে নতুনদের নিয়ে কাজ করার চিন্তাভাবনা করা যেতেই পারে। বুম্বা দা একবার ভেবেওছিল।'
আরও পড়ুন ঝটিকা সফরে কলকাতায় কাজল, দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে বললেন 'কলকাতা এলেই মনে হয়...'