Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..

একদিকে, শুভশ্রী যখন আলোর শহরে ব্যস্ত ছিলেন, দেব ছিলেন কোথায়? দমদমের জগদ্ধাত্রী পুজোয় তিনি ব্যস্ত ছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, দেবকে দেখতে যে ভিড়, তাঁর সঙ্গে সঙ্গে লাগামছাড়া উচ্ছ্বাস। দেব- এই প্রজন্মের কাছে শেষ মেগাস্টার।

একদিকে, শুভশ্রী যখন আলোর শহরে ব্যস্ত ছিলেন, দেব ছিলেন কোথায়? দমদমের জগদ্ধাত্রী পুজোয় তিনি ব্যস্ত ছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, দেবকে দেখতে যে ভিড়, তাঁর সঙ্গে সঙ্গে লাগামছাড়া উচ্ছ্বাস। দেব- এই প্রজন্মের কাছে শেষ মেগাস্টার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree

কী হল নানা এলাকায়?

 Dev-Shubhashree: গতকাল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী উপলক্ষে চন্দননগর বিরাট ভিড়ের সাক্ষী থেকেছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়- যাকে লেডি সুপারস্টার বলা হয়ে থকে। তিনি তাঁর শো অনুসন্ধান নিয়ে এখন বেজায় ব্যস্ত। শুধু তাই ন্য, গতকাল আলোর শহরে নিজের নতুন সিরিজের ট্রেলার লঞ্চ নিয়েই হাজির হয়েছিলেন তিনি। দৈবক পাড়া পুজো মণ্ডপে পা রাখার সঙ্গে সঙ্গেই সেখানে যে হারে মানুষ জড়ো হলেন, তা দেখার মত। 

Advertisment

পরনে হলুদ রঙের পোশাক, সেজেগুজে উৎসবের মরশুমে হাজির হলেন শুভ। সেখানে রাস্তা প্রায় ব্লক তাঁর উপস্থিতির কারণে। বহু মানুষ গিয়েছিলেন সেখানে। লেডি সুপারস্টার সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। এদিকে তাকে ঘিরে রেখেছিলেন অনেক মানুষ। মানুষের ভিড় মারাত্মক হলেও অভিনেত্রীর হাসযি থামার নইয়। একগাল হাসিতে তিনি সকলকে মাতিয়ে রাখলেন। সঙ্গে ছিলেন সাহেব চট্টোপাধ্যায়। এছাড়াও, অভিনেত্রী যে কেন লেডি সুপারস্টার সেকথা সোজা বুঝিয়ে দিলেন। শুধু তাকে দেখতেই জনজোয়ার।

Rajinikanth-Dhanush Bomb Threat: ভয়ঙ্কর আতঙ্কে রজনীকান্ত! কী এমন ঘটল তাঁর বাড়িতে? ভয়ে কাঁপছেন ধনুশ-ও

Advertisment

একদিকে, শুভশ্রী যখন আলোর শহরে ব্যস্ত ছিলেন, দেব ছিলেন কোথায়? দমদমের জগদ্ধাত্রী পুজোয় তিনি ব্যস্ত ছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, দেবকে দেখতে যে ভিড়, তাঁর সঙ্গে সঙ্গে লাগামছাড়া উচ্ছ্বাস। দেব- এই প্রজন্মের কাছে শেষ মেগাস্টার। তাঁর উপস্থিতি যে সকলকে আনন্দ দেয়, সেকথাও আবার প্রমাণিত হল। পরনে সাদা রঙের পোশাক, দেব গাড়ি থেকে নামতেই যেন আলাদা উন্মাদনা। আশেপাশের মানুষের চিৎকার শুনে অভিনেতা নিজেই স্তম্ভিত। এবং হাতজোড় করে তিনি নিজেই সকলকে শান্ত হতে বললেন। চারপাশের মানুষের ভিড় দেখে দেব যেন ভাষা হারালেন। আর তাঁর ভক্তদের চিল চিৎকারে হইহই কাণ্ড।

তাঁকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করলেন সকলেই। আর তাদের মাঝে দেবের চিঁরে চ্যাপ্টা পরিস্থিতি। এদিকে, স্টেজে যখন দেব তখন মনে রাখার মত কিছু ঘটনা হবে না, নিশ্চয়ই এমনটা হয় না। দেবকে দেখতে অগণিত ব্যক্তির ভিড়। এমনকি, একটা সময় দেখা গেল ভক্তরা হাত বাড়িয়ে দিলেন তাঁর উদ্দেশ্যে। কিছুজনের সঙ্গে হাত মেলালেন। কিন্তু...

বৃদ্ধ বয়সেও পিতৃত্বের আনন্দ, অষ্টম সন্তানের বাবা হলন অভিনেতা

অভিনেতা দেব যে সকলের মানুষের মনের 'রাজার রাজা' সেকথা সোজাসুজি বোঝা গেল। উচ্ছ্বাসের চোটে ব্যারিকেড পর্যন্ত ভেঙ্গে গেল। এবং, সেই ব্যারিকেড ভেঙ্গে সোজা স্টেজের ওপরেই। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। ভক্তরা কী বলছেন সেই ভিডিও দেখে? তাঁদের রাজার রাজাকে নিয়ে কী বক্তব্য তাঁদের?

কেউ বলছেন, "মেগাস্টার বলে কথা।" আবার কেউ বললেন, "দেব সুপারস্টার বলেই এসব হয়।" আবার কেউ আফসোস করে বললেন, "আমি হাত মেলানোর সুযোগ পেলাম না পর্যন্ত।"  আবার কাউকে বলতে শোনা গেল, ক্রেজ কাকে বলে দেখে যান সবাই। 

Entertainment News Subhashree Ganguly Dev