/indian-express-bangla/media/media_files/2025/10/29/klsy-2025-10-29-10-11-50.jpg)
কে এ অভিনেতা?
Kelsey Grammer baby news: ৭০ বছর বয়সী অভিনেতা, কেলসি গ্রামার এবং তাঁর স্ত্রী কেট ওয়ালশ তাঁদের নতুন সন্তানের আগমনে আনন্দে ভাসছেন। সোমবার প্রকাশিত, 'Pod Meets World'- পডকাস্টে এই সুসংবাদটি নিজেই ঘোষণা করেন জনপ্রিয় ফ্রেশিয়ার তারকা।
গ্রামার আনন্দঘন সুরে বলেন, “আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। এটা আমাদের চতুর্থ সন্তান- এখন আমাদের মোট আটটি সন্তান হয়েছে! তিন দিন আগেই জন্ম হয়েছে ক্রিস্টোফারের। দারুণ একটা অনুভূতি- খুবই সুন্দর।” যদিও বেশি বয়সে বাবা হওয়ার ঘটনা নেহাতই নতুন না। অনেক তারকাই বেশি বয়সে বাবা হয়েছেন। কিছুদিন আগে ক্যাপ্টেন আমেরিকা তারকা বাবা হয়েছেন। ৪৭ বছর বয়সে তিনিও বাবা হয়েছেন।
স্বামী হারানোর পর কটূ কথা, সমাজের তির্যক চাহনি বদলে দিল অভিনেত্রীর জীবন
এই নবজাতক পুত্র- ক্রিস্টোফার, কেলসি গ্রামার ও কেট ওয়ালশের চতুর্থ সন্তান। এর আগে দম্পতির আরও তিনটি সন্তান রয়েছে। পাশাপাশি, অভিনেতার পূর্ববর্তী সম্পর্ক থেকেও তাঁর চারটি বড় সন্তান আছে। যার মধ্যে দুটি তাঁর প্রাক্তন স্ত্রী ক্যামিল গ্রামার-এর সঙ্গে, যিনি 'The Real Housewives of Beverly Hills'-এর মূল কাস্ট সদস্য ছিলেন। প্রসঙ্গে কিছুদিন আগে বাবা হওয়ার প্রসঙ্গে জানিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি জেমস। তিনিও ৬৮ বছরে বাবা হন। প্রচুর সাধুবাদ পেয়েছেন।
KIFF 2025 inauguration: ঋত্বিক ঘটকের শতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য, কলকাতা চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ কী জানেন?
পডকাস্টে কেলসি গ্রামার তাঁর সাম্প্রতিক বই Karen: A Brother Remembers, নিয়েও কথা বলেন। বইটিতে তিনি তাঁর বোনের মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা তুলে ধরেছেন। এই ঘটনা ঘটে যখন তাঁর বোনের বয়স ছিল মাত্র ১৮ বছর। নতুন সন্তানের জন্মের খবর প্রকাশের পর, ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন, এবং অভিনেতার পরিবারকে ঘিরে এখন চলছে উৎসবের আবহ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us