Dev and Subhashree New Movie: ১২ বছর পর..., অন স্ক্রিন রোম্যান্সের নস্ট্যালজিয়া উসকে 'ধূমকেতু'-র মতো আবির্ভাব দেব-শুভশ্রীর

Dev-Subhashree Dhumketu: চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে ছবিতে দেব-শুভশ্রীর সেই অন স্ক্রিন নস্ট্যালজিয়া উসকে দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় ফিরছে এককালীন ফেমাস জুটি।

Dev-Subhashree Dhumketu: চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে ছবিতে দেব-শুভশ্রীর সেই অন স্ক্রিন নস্ট্যালজিয়া উসকে দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় ফিরছে এককালীন ফেমাস জুটি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পের একসঙ্গে দেব-শুভশ্রী

পের একসঙ্গে দেব-শুভশ্রী

Dev-Subhashree In Dhumketu:দীর্ঘ টালবাহানার পর অবশেষে সব জটিলতা কাটিয়ে সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি ধূমকেতু। এই মুহূর্তে 'আজও অর্ধাঙ্গিনী' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক-অভিনেতা। অন্যদিকে সদ্য রঘু ডাকাতের শুটিং শেষ করেছেন সুপারস্টার দেব। শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত গৃহপ্রবেশ মুক্তির পরই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ধূমকেতুর সঙ্গে জড়িয়ে রয়েছেনম বাংলা ইন্ডাস্ট্রির এই তিন তাবড় শিল্পী। হাজার ব্যস্ততার মাঝেই আগামী ছবি ধূমকেতুর প্রচার সারছেন দেব-শুভশ্রী। চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে ছবিতে দেব-শুভশ্রীর সেই অন স্ক্রিন নস্ট্যালজিয়া উসকে দীর্ঘ ১২ বছর পর বড় পর্দায় ফিরছে এককালীন ফেমাস জুটি। দেব-শুভশ্রীকে ফের বিগ স্ক্রিনে দেখার জন্য উদগ্রীব ভক্তরা। 

Advertisment

আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু। রংমিলান্তি পোশাকে একটি ভিডিওবার্তায় ধূমকেতুর প্রচার করলেন দেব-শুভশ্রী। নতুন রূপে নতুন সাজে দর্শকের দরবারে হাজিরা দেওয়ার আগে কী বললেন তারকাদ্বয়? ভিডিও-র শুরুতেই শুভশ্রীর আবির্ভাব। তারপরই স্ক্রিনজুড়ে 'রাজার রাজা' দেব। একসঙ্গে বললেন, ১২ বছর পর তাঁরা আবার একসঙ্গে আসছেন। নিকটবর্তী সিনেমাহলে মুক্তির অপেক্ষায় ধূমকেতু। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় পর্দায় ধূমকেতু মুক্তিতে উচ্ছ্বসিত শুভশ্রী। ভিডিওয়ের শেষে ১৪ অগাস্ট সকলের সঙ্গে বড় পর্দায় দেখা হবে সেই বার্তাই দিলেন দেব-শুভশ্রী। 

Advertisment

আরও পড়ুন 'কেশরী ২'-তে স্বাধীনতা সংগ্রামীদের চরম অপমান! তীব্র প্রতিবাদ সৃজিত-ঋত্বিকের

'প্রাক্তন' তারকা জুটি দেব-শুভশ্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, '১২ বছর পর, আবার একসঙ্গে…পর্দায় ফিরছি আমরা — ধূমকেতু নিয়ে।' দুজনের কমেন্ট বক্সেই জুটির ভক্তদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর। প্রেমভাঙার পরেই এই ছবিতে আর কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। অবশেষে জট কাটিয়ে মুক্তির অপেক্ষায় 'ধূমকেতু'। একটা সময় দেব-শুভশ্রীর রিল লাইফ রোম্যান্স ছুঁয়েছিল রিয়েল লাইফকেও। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। দেব বা শুভশ্রী কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, তাঁদের প্রেমচর্চা ছিল 'ওপেন সিক্রেট'। এখন অপেক্ষা সিলভার স্ক্রিনে পুরনো জুটির নতুন স্বাদ আস্বাদনের। 

আরও পড়ুন কেশরী ২-তে স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তথ্য বিকৃতির অভিযোগ, বলিউড নিয়ে বিস্ফোরক দেবী চৌধুরানী খ্যাত শুভ্রজিৎ

Dev Bengali Cinema Subhashree Ganguly