/indian-express-bangla/media/media_files/2025/10/26/cats-2025-10-26-11-56-05.jpg)
কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন সতীশ
Satish Shah-Sachin Pilgaonkar: প্রবীণ অভিনেতা সতীশ শাহ, যিনি সারাভাই বনাম সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবর্ধন সারাভাই চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন। শনিবার মুম্বইয়ে ৭৪ বছর বয়সে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরেই তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা সচিন পিলগাঁওকর জানিয়েছেন, স্ত্রী মধুর যত্ন আরও ভালোভাবে নেওয়ার জন্যই সতীশ এই অস্ত্রোপচার করেছিলেন। যিনি অ্যালঝাইমার রোগে ভুগছেন।
সচিন নিউজ১৮-কে বলেন, 'সতীশ আর মধু দু’জনেই ভীষণ আন্তরিক এবং স্নেহশীল মানুষ ছিলেন। আমরা সবসময়ই আমাদের সিনেমার প্রিমিয়ারে ওঁদের আমন্ত্রণ জানাতাম। ওঁরা আসত এবং সিনেমার স্ক্রিনিং থেকে পার্টি সব জায়গায় উপস্থিত থাকত। আমাদের কোনও উৎসব বা উদযাপন ওঁদের ছাড়া কল্পনাই করতাম না। এখন ভাবছি, ওকে ছাড়া আমরা কীভাবে উদযাপন করব!'
সচিন আরও বলেন, 'দুর্ভাগ্যবশত মধুও এখন অসুস্থ। ওর অ্যালঝাইমার ধরা পড়েছে। এই বছর সতীশ নিজের কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিল কারণ ও আরও কিছুদিন বাঁচতে চেয়েছিল। মধুর যত্ন নেওয়ার জন্যই জীবনটা কিছুটা দীর্ঘায়িত করার ইচ্ছে ছিল। ওঁর ডায়ালিসিস চলছিল। এর আগেও বাইপাস সার্জারি হয়েছে। তিন দিন আগে সুপ্রিয়া ওঁদের দেখতে গিয়েছিল। আমি তখন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। সতীশ তখন কিছু গান চালিয়ে দিয়েছিল আর সুপ্রিয়া ও মধু সেই গানে জমিয়ে নেচেছিল।'
আরও পড়ুন মনে হচ্ছে নিজের বাবাকে হারালাম-লাভ ইউ ড্যাড! সতীশের প্রয়াণে শোকজ্ঞাপন পর্দার দুই সন্তানের
সচিন আরও জানান, সতীশের সঙ্গে তাঁর শেষ কথোপকথন হয়েছিল অভিনেতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই। তিনি বলেন, 'সতীশ আর আমি নিয়মিত মেসেজে কথা বলতাম। আজ দুপুর ১২টা বেজে ৫৬ মিনিটে ওঁর কাছ থেকে শেষ বার্তা পেয়েছি। তখনও পুরোপুরি স্বাভাবিক ছিল। আমি যে কতটা ধাক্কা খেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি তো বটেই কিন্তু আমার জন্য এটা ভীষণ ব্যক্তিগত ক্ষতি।'
আরও পড়ুন মৃত্যুর আগে শাম্মি স্মরণে সতীশ, সোশ্যালে ভাইরাল প্রয়াত অভিনেতার শেষ পোস্ট
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us