/indian-express-bangla/media/media_files/2025/01/02/5p47T2Fi3vQgiY6XGPxf.jpg)
'বাঘা যতীন' খ্যাত পরিচালক অরুণ রায়ের প্রয়াণে শ্রদ্ধাজ্ঞাপন দেবের
Dev Pays Tribute To Arun Roy: নতুন বছরের শুরুতেই খারাপ খবর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন 'বাঘা যতীন' খ্যাত পরিচালক অরুণ রায়। মাত্র ৫৩ বছর বয়সেই সব শেষ। তাঁর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করেছিলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ও সৃজা দত্ত। প্রয়াত পরিচালক অরুণ রায়ের বাঘা যতীন ছবিতে কাজ করেছিলেন বাংলার সুপারস্টার দেব।
পরিচালকের অসুস্থতার খবর পেয়েই আরজি করে তাঁকে দেখতে গিয়েছিলেন। ২ জানুয়ারি অরুণ রায়ের দেহ বাড়িতে এলে সেখানেই শ্রদ্ধা জানাবেন দেব। এমনটাই জানিয়েছেন তাঁর আপ্তসহায়ক। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্চসের তরফে তাঁকে সম্মান জানান হয়। 'আসবো ফিরে আজ আসি'-এভাবেই সোশ্যাল মিডিয়ায় অরুণ রায়ের একটি সাদা কালো ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছে দেবের প্রযোজনা সংস্থা।
প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ক্যাপশনে লেখা, 'আমাদের সকলের প্রিয় পরিচালক অরুণ রায়ের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খুব দুঃখের সঙ্গে এই খবর সকলকে জানাচ্ছি। তাঁর মতো একজন গুণী পরিচালক, যার কাজের প্রতি একাগ্রতা ছিল, গল্প বলার যে ধরন, ক্রিয়েটিভিটি আমাদরকে আজীবন অনুপ্রাণিত করবে। ওঁর চলে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি। সিনেমাজগতের কাছে এই ক্ষতি অপূরণীয়। তোমার আত্মার শান্তি কামনা করি অরুণ দা।'
অত্যন্ত সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি ছিলেন দেবের ছবির পরিচালক। ১ জানুয়ারি তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ জানিয়েছিলেন, পরিচালক অরুণ রায়ের অবস্থা একেবারেই ভাল নয়। কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে 'হীরালাল' ছবির নির্মাতাকে।
২০২৩-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি 'বাঘা যতীন'। ছবি চলাকালিনই শোনা গিয়েছিল তাঁর অসুস্থতার কথা। ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু, কাজের সঙ্গে কোনও সমঝোতা করতে নারাজ পরিচালক।
গত বছরের শেষের দিকেও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীনও ছিলেন বাঘা যতীন খ্যাত পরিচালক অরুণ রায়। কেমোথেরাপির চলাকালীনও তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত 'বাঘা যতীন' খ্যাত পরিচালক অরুণ রায়