Dhumketu-Nachiketa: ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকার মেলা, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের! অনুপমের কাছে কেন ক্ষমাপ্রার্থী?

Kaushik Ganguly-Nachiketa Chakraborty-Anupam Roy: ধমকেতুর 'স্মৃতি ফাটলে' গানের জন্য সংগীতশিল্পী নচিকেতাকে খোলা চিঠি লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই চিঠি লেখার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। একইসঙ্গে জেনে নিন অনুপমের কাছে কেন ক্ষমা চাইলেন পরিচালক।

Kaushik Ganguly-Nachiketa Chakraborty-Anupam Roy: ধমকেতুর 'স্মৃতি ফাটলে' গানের জন্য সংগীতশিল্পী নচিকেতাকে খোলা চিঠি লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই চিঠি লেখার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। একইসঙ্গে জেনে নিন অনুপমের কাছে কেন ক্ষমা চাইলেন পরিচালক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

নচিকে খোলা চিঠি কৌশিকের

Dev Rukmini-Dhumketu Special Screeningধূমকেতু জ্বরে একেবারে কাবু দেব-শুভশ্রী জুটির ভক্তরা। বলা ভাল বাংলা সিনেমার আপামর দর্শক 'দেশু' জুটির ১০ বছরের পুরনো ছবির নস্ট্যালজিয়ার বুঁদ। সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই একের পর এক রেকর্ড গড়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধূমকেতু'। বক্স অফিসে তেহলেকা তৈরির পাশাপাশি বাংলা সিনেমায় নয়া ইতিহাস সৃষ্টি করেছে। চিত্রনাট্য থেকে গান, ছক্কা হাঁকিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

Advertisment

দেব-শুভশ্রীর ছাড়াও এই ছবির অন্যতম কেন্দ্রীয় আকর্ষণ অভিনেতা রুদ্রনীল ঘোষ। সব মিলিয়ে 'ধূমকেতু'-র প্যাকেজিং একেবারে সুপারহিট। এর মাঝেই ধমকেতুর 'স্মৃতি ফাটলে' গানের জন্য বাংলার অন্যতম সেরা সংগীতশিল্পী নচিকেতাকে খোলা চিঠি লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই চিঠি লেখার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। 

সোশ্যাল মিডিয়া থেকে নচিকেতা দূরে থাকে জেনেও তাঁকে চিঠি লিখলেন পরিচালক। তাঁর বিশ্বাস কোনও না কোনওভাবে নচিকেতার কাছে এই চিঠি পৌঁছে যাবে। শুধু নচিকেতার জন্য এই নয়, বরং তাঁর বিরাট ফ্যানবেসের জন্যও। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই খোলা চিঠিতে উল্লেখ রয়েছে আরও এক বিশিষ্ট সংগীতশিল্পীর নাম। তিনি অনুপম রায়। তাঁর কাছে ক্ষমা চাওয়ার ঘটনার কথাও লিখেছেন পরিচালক। কেন ক্ষমা চেয়েছিলেন সেটা অবশ্য চিঠি পড়লেই বোঝা যাবে। তাহলে এক ক্লিকে পড়ে নিন নচিকেতার জন্য লেখা কৌশিক গঙ্গোপাধ্যায়ের খোলা চিঠি। 

Advertisment

 ধূমকেতুর বিজয়রথ ছুটছে। এর মাঝে প্রেমিকা রুক্মিণীর সঙ্গে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির মেগাস্টার দেব। গাড়ি থেকে নেমে হলে পৌঁছনোর মুহূর্ত পর্যন্ত প্রিয়তমাকে আগলে রেখেছিলেন। ভক্তদের থেকে রাখিও পরেছেন দেব। এই বিশেষ দিনে এসেছিলেন টলি ক্যুইন সুস্মিতা চট্টোপাধ্যায় থেকে রাজা চন্দ-পিয়ান, রোহন-অঙ্গনা, নুসরত, শ্রেয়া পাণ্ডে, দেবলীনা কুমার, অনুপম রায় সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে। ধূমকেতুর স্পেশাল স্ক্রিনিংয়ে 'বহুরূপ'-এর বয়স্ক সাজে ছবির প্রচার সেরে গেলেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন'ধূমকেতু' মুক্তির পরই রেকর্ড ব্যবসা, প্রথমদিনে কত আয় করল দেব-শুভশ্রীর ছবি?

প্রেক্ষাগৃহে যখন ধূমকেতু ম্যাজিক তখন বাংলার বক্স অফিসে ট্রেন্ডিং ট্রেন্ডিং ধূমকেতুর অন স্ক্রিন 'দেশু' জুটি জায়গা পেয়েছে আমূল-এর বিজ্ঞাপনে। আমূল গার্লের সঙ্গে ভানু-রূপার অ্যানিমেটেড সংস্করণ দিল জিতে নিয়েছে দেব-শুভশ্রী জুটির অনুরাগীদের। আর সঙ্গে লেখা 'রোম্যান্সের চেনা ফ্লেভাপে, ঘরে ঘরে'। ধূমকেতুর হাত ধরে যাত্রা শুরু হল তারকেশ্বরের উদয়ন সিনেমাহলের। 

আরও পড়ুন 'আমাদের অনুমতি দিন...', ভারতে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশে 'ধূমকেতু' মুক্তিতে কী পদক্ষেপ প্রযোজকের?

Kaushik Ganguly Nachiketa Chakraborty