Dhumketu Box Office Collection: 'ধূমকেতু' মুক্তির পরই রেকর্ড ব্যবসা, প্রথমদিনে কত আয় করল দেব-শুভশ্রীর ছবি?

Dhumketu Box Office Collection Day 1: মুক্তির আগেই টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছিল ধূমকেতু। আর প্রথম দিনের বক্স অফিস কালেকশনেও নজরকাড়া সাফল্য দেব-শুভশ্রীর ধূমকেতু।

Dhumketu Box Office Collection Day 1: মুক্তির আগেই টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছিল ধূমকেতু। আর প্রথম দিনের বক্স অফিস কালেকশনেও নজরকাড়া সাফল্য দেব-শুভশ্রীর ধূমকেতু।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ধূমকেতুর আয়

Dhumketu 1st Day Box Office Collection: ১৪ অগাস্ট দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহুপ্রতিক্ষীত মুভি 'ধূমকেতু'। বহু ঝড়-ঝাপটা পেরিয়ে প্রাইম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে প্রাইম টাইমে শো পেয়েছে বাংলা ছবি। এর পরই লে ছক্কা। সকাল থেকে রাত সব শো হাউজফুল। মুক্তির আগেই ২০০ শো হাউজফুল, নতুন রেকর্ড গড়ে নয়া ইতিহাস রচনা করেছে বাংলা সিনেমা। আর ধূমকেতু মুক্তির প্রথম দিনে আয় আনুমানিক ২.১০ কোটি। TollyBangla Box-Office বা TBO-এর রিপোর্ট মোতাবেক ধূমকেতুর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ২.১০ কোটি। যা বাংলা সিনেমার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। 

Advertisment

এই পোস্টটি শেয়ার করে বাংলা সিনেমার সাফল্য সেলিব্রেট করে দেব লিখেছেন, '১০ বছরের পুরনো একটি ছবি ইতিহাস গড়ল।' দেবের পোস্টটি রিশেয়ার করে খুশি জাহির করেছেন প্রযোজক রানা সরকারও। অন্যদিকে ধূমকেতুর সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একই পোস্ট শেয়ার করে লিখেছেন, 'এটা শুধু বক্স অফিসের আয় নয়, ধূমকেতু ঝড়। এই গর্জন আরও জোড়াল হোক।' ধূমকেতুর হাত ধরে বাংলা ছবির এহেন সাফল্যে উদ্ভুদ্ধ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সিঙ্গল স্ক্রিনে ধূমকেতু ঝড় দেখে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগতাড়িত পোস্ট শেয়ার করেছেন।

Advertisment

আরও পড়ুন দেব-শুভশ্রীর অসমাপ্ত প্রেমকাহিনি! হাসি-কান্না-প্রেমের নির্যাসে কেমন হল 'ধূমকেতু'?

বিজলি সিনেমা, বসুশ্রী সিনেমা, রূপমন্দির সিনেমা-র মতো সিঙ্গল স্ক্রিনের ছবি শেয়ার করে লিখেছেন, 'আমি সিনেমাওয়ালা ছবিটা বানিয়েছিলাম। সিঙ্গলস্ক্রিন থিয়েটারগুলোর প্রতি আমার ভালবাসা ও আবেগ খুবই তীব্র তাই এই পোস্ট। গতকাল থেকে একটা ইতিহাসের সাক্ষী হচ্ছি আমরা। শেষ কবে বিজলী বা বসুশ্রীতে পরপর হাউজফুল দেখেছি মনেই পড়ছে না। সুবিধাজনক টিকিট মূল্যে অসংখ্য মানুষ এখানে আবার উপচে পড়েছেন বাংলা সিনেমা দেখতে। এ আনন্দ অকল্পনীয়।'

 ধূমকেতুর সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, 'ধূমকেতুর হাতধরে এক পর্দার বড় মাঝারি সব হলগুলো আবার প্রাণ পাক। তবেই ধূমকেতুর স্বার্থকতা। প্রতিটি দর্শককে ও হল মালিকদের প্রণাম ও কৃতজ্ঞতা।' ধূমকেতু জ্বরে কাবু সিনেপ্রেমীরা। কাজের ব্যস্ততাকে দূরে রেখে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ফেলেছেন অনেকেই। প্রথমদিন হল ভিজিটে গিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ প্রযোজক রানা সরকার, রুদ্রনীল। বাংলার সিনেমার এহেন দুর্দান্ত সাফল্যে প্রত্যেকের মুখেই তৃপ্তির হাসি। 

আরও পড়ুন হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

Dev Subhashree Ganguly