Dhumketu Special Screening: ৪ অগাস্ট, সোমের সন্ধ্যায় বনবাস কাটিয়ে এক মঞ্চে দেব-শুভশ্রী। সে যেন এক ঐতিহাসিক মুহূর্ত। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধূমকেতু' ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। রংমিলান্তি কালো পোশাকে আইকনিক 'মালা রে'-র গানে 'দেশু' জুটি কোমর দোলাতেই জিয়া নস্ট্যাল অনুরাগীরা। মান-অভিমানের বরফ গলে ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান যে বাংলা সিনেমার ইতিহাসে মাইলস্টোন তৈরি করেছে সে কথা বলাইবাহুল্য।
আগামী ১৪ অগাস্ট বড় পর্দায় ধূমকেতু মুক্তির আগে শনিবার থেকে শুরু হয়ে গেল অগ্রিম বুকিং। তার মাঝেই ফ্যানেদের জন্য মন খারাপ করা খবর। প্রযোজকদ্বয় রানা সরকার ও দেব সিদ্ধান্ত নিয়েছেন, ধূমকেতুর কোনও প্রিমিয়ার হবে না, টিকিট কেটে স্পেশাল স্ক্রিনিংয়ে 'দেশু'-কে দেখতে হবে। দেব-শুভশ্রীর 'ধূমকেতু' যখন জুটির ভক্তদের পাখির চোখ তখন কেন এমন কঠিন সিদ্ধান্ত? ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারেও পাসের প্রবল চাহিদা।
আরও পড়ুন রাজের ব্যবহারে ব্যথিত হৃদয়! শুভশ্রীর কোন জিনিসটা আজও মিস করেন? প্রকাশ্যে মন কি বাত শেয়ার দেবের
৪ অগাস্ট সোমবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল ছবির নির্মাতাদের। এরপর যখন প্রিমিয়ারেও পাসের চাহিদা আকাশছোঁয়া, তখনই বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেব-রানা সরকার। দীর্ঘদিন পর বড় পর্দায় 'দেশু' জুটির রোম্যান্স উপভোগ করতে হলে গিয়ে টিকিট কেটেই দেখতে হবে ধূমকেতু। তবে টলিপাড়ার বন্ধু ও সহকর্মীদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে সেই বিষয়টি নিশ্চিত করেছেন দুজনে।
আরও পড়ুন 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব
প্রসঙ্গত, রানা সরকার তাঁর প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে রবিবাসরীয় সন্ধ্যায় একটি জমকালো পার্টির আয়োজন করেন। সেখানে নাকি ফের একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। এই মুহূর্তে দেব রয়েছেন মুম্বইয়ে। কলকাতা ফিরেই পার্টিতে যোদ দেবেন দেব। লাস্ট বাট নট ইন লিস্ট, ধূমকেতুর অগ্রিম বুকিং শুরুর পরই ব্যাপক সাড়া ফেলেছে। আপাতত ১১০ টি হলে মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত বহুপ্রতিক্ষীত ছবি ধূমকেতু। সাফল্যের নিরিখে পরে হল ও শোয়ের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রযোজক রানা সরকার।
আরও পড়ুন 'জন্মদিনের সেরা উপহার', ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে খোশ মেজাজে 'বার্থ ডে বয়' কৌশিক