Dev Subhashree: 'সবই তো আমার...', ১০ বছর পর 'প্রাক্তন' শুভশ্রীর সামনেই বোমা ফাটালেন সুপারস্টার দেব

Dev Subhashree Conversation: একটা যুগের অপেক্ষার অবসান। মঞ্চে একসঙ্গে দেব-শুভশ্রী। 'প্রাক্তন'-এর সামনে ভরা মঞ্চে অভিনেতার অকপট স্বীকারোক্তি, দেবের নামের সঙ্গে শুভশ্রীর নাম আজীবন...!!

Dev Subhashree Conversation: একটা যুগের অপেক্ষার অবসান। মঞ্চে একসঙ্গে দেব-শুভশ্রী। 'প্রাক্তন'-এর সামনে ভরা মঞ্চে অভিনেতার অকপট স্বীকারোক্তি, দেবের নামের সঙ্গে শুভশ্রীর নাম আজীবন...!!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
WhatsApp Image 2025-08-05 at 1.22.27 PM

দেবের নামের সঙ্গে শুভশ্রীর নাম আজীবন...

Dev Subhashree Dhumketu: আগামী ১৪ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় দেব-শুভশ্রী জুটির বহু প্রতিক্ষীত ছবি ধূমকেতু। বহু পথ পেরিয়ে অবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি দিনের আলো দেখবে। ৪ অগাস্ট ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। হাতে হাত রেখে মঞ্চে আসতেই প্রেক্ষাগৃহের অন্দরে সময় যেন থমকে গেল! মুহূর্তরা যেন দেব-শুভশ্রীর কাছে ঋণী! এদিন শুভশ্রী কিন্তু, বলেছেন তাঁদের এই জুটিটা ভক্তের ভালবাসাতেই বেঁচে আছে। অন্যদিকে দেব ভরা মঞ্চে 'প্রাক্তন'-কে বললেন, 'সবই তো আমার।'

Advertisment

আরও পড়ুন রাজের ব্যবহারে ব্যথিত হৃদয়! শুভশ্রীর কোন জিনিসটা আজও মিস করেন? প্রকাশ্যে মন কি বাত শেয়ার দেবের

Advertisment

এই কথা বলতেই ভক্তদের উন্মাদনার পারদ যেন মুহূর্তে হল ঊর্ধমুখী। দেব অবশ্য তখনও পুরো কথা বলে উঠতে পারেননি। আসলে একই সময়ে মুক্তি পেয়েছিল দেবের খাদান ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সন্তান। দুটি ছবি ঘিরে দেব-শুভশ্রীর ভক্তদের মধ্যেও চলেছে একটা ঠান্ডা লড়াই। এই প্রসঙ্গে যখন সঞ্চালক রোহন দেবকে প্রশ্ন করেন তখন তিনি বলেন, 'সবই তো আমার'। এরপর যুক্তিসহকারে বোঝান, দেব যখন প্রযোজনা সংস্থা খুলেছিলেন তখন প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকেই করেছিলেন। দুজনের মধ্যে ভাল সম্পর্কের কথাও স্বীকার করেন দেব। তাই সন্তানকে নিজের ছবিই মনে করে 'সবই তো আমার' কথাটা বলেছেন দেব।

আরও পড়ুন মান-অভিমান ভুলে বছর দশেক পর সেলফি, আইকনিক 'মালা রে'-র তালে তুমুল নাচ দেব-শুভশ্রীর

শুভশ্রী আবার মজা করে বলেছেন, 'ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি।' দুজনেই আজ ইন্ডাস্ট্রির সাবলীল স্টার। হাজার খুনসুটি, নাচানাচি, ভাল-মন্দ শেয়ারের মাঝেও যেন একটা অদৃশ্য দেওয়াল ধরা পড়েছে অনেকের চোখেই। অনেকে আবার বলছেন, দেব-শুভশ্রীর কাছাকাছি আসা পুরোটাই স্ক্রিপ্টেড, ধূমকেতুর প্রচারের স্বার্থে। তবে সবকিছুর ঊর্ধে সোমের সন্ধ্যায় নজরুল মঞ্চে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত। তাঁরা এলেন দেখলেন জয় করলেন যা বাংলা সিনেদুনিয়ায় একটা ইতিহাস তৈরি করল। সেই সঙ্গে টাইম মেশিনে ভর করে দেব-শুভশ্রীর অনুরাগীরা ফিরে গিয়েছিল সেই পুরনো দিনগুলোতে। 

আরও পড়ুন দূরত্ব মিটিয়ে কাছাকাছি দেব-শুভশ্রী, 'ধূমকেতু'-র ট্রেলার মুক্তির আগে সারপ্রাইজ সুপারস্টারের

Dev Subhashree Ganguly