Actor Family Time At Digha: প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। নবনির্মিত এই মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে ইসকনের হাতে। শুভ ক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে মন্দিরের ভিতরে ঢুকতেই একঝলক দেখা গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। বিগ্রহের সামনে আরতিও করেছেন মমতা। দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দিলেন মুখ্যমন্ত্রী।
দিঘার জগন্নাথধামের স্থাপত্যশৈলীও একেবারে চোখ ধাঁধানো। ১৬টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে নাটমন্দির। মূল মন্দিরে রয়েছে ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি রয়েছে পাথরের মূর্তিও। এছাড়াও আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধনের দিন সেখানে ছিল তারকার মেলা।
আরও পড়ুন: ১০ বছরের বড় অভিনেত্রীকে বিয়ের স্বপ্ন, ক্রাশ ছিল আরও এক সুন্দরী! মন কি বাত শেয়ার করলেন পরমব্রত
জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন দেব, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল, লাভলি মৈত্র, ডোনা গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বিশেষ দিনে সেখানে পৌঁছেছিলেন দেবলীনা কুমার, ভিভান ঘোষও।
নৃত্য পরিবেশন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের পর দিঘায় সমুদ্রের ধারে পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটিয়েছেন সাংসদ-অভিনেতা দেব। মা-বাবা-বোনের সঙ্গে ঢেউয়ের মাঝে পা ভিজিয়েছেন তারকা সাংসদ। সেই সঙ্গে দেদার সেলফি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেন্সবন্দি পারিবারিক সেই মুহূর্ত শেয়ার করেছেন দেব।
এক ফ্রেমে পুরো অধিকারী পরিবার। সত্যিই এই ছবি বিরল। মা-বাবাকে নিয়ে দিঘায় ঘোরার ছবি অবশ্য এর আগেও পোস্ট করেছেন দেব। তবে এবার সঙ্গে রয়েছেন তাঁর বোনও। সেই জন্য ছবি পোস্টের ক্যাপশনে সুপরাস্টার দেব লিখেছেন, 'এক ফ্রেমে অধিকারী পরিবার।' পোস্টের কমেন্ট বক্সে ভালবাসায় ভাসছেন দেব। অভিনেতা রোহন ভট্টাচার্য থেকে সুদীপ্তা চক্রবর্তী লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। প্রসঙ্গত, দেব অভিনীত শেষ ছবি খাদান। বক্স অফিসে ইতিহাস গড়েছিলেন 'রাজার রাজা' দেব। মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'রঘু ডাকাত।'
আরও পড়ুন: ট্যাক্সের টাকায় 'ভগবান কালচারাল সেন্টার'-এ আপত্তি, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সরকারকে খোঁচা ঋত্বিকের