Parambrata Chatterjee-June Malia-Roopa Ganguly: পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেতাদের মধ্যে অন্যতম। তিনি শুধু একজন নামজাদা তারকাই নয়, পরিচালনার কাজেও একেবারে সিদ্ধহস্ত। এই রাত তোমার আমার-এর মতো ছবি পরিচালনা করেছেন। আবার ভোগ সিরিজের নির্দেশকও পরমব্রত চট্টোপাধ্যায়। একজন গুণী শিল্পী হিসেবে যেমন তাঁর জনপ্রিয়তা তেমনই স্পষ্টবক্তা হিসেবেও বিশেষভাবে পরিচিত। সৃজিত মুখোপাধ্যায়ের নির্দেশনায় সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ছবি কিলবিল সোসাইটি। সেই সিনেমার প্রচারে এক জনপ্রিয় রেডিও স্টেশনে পরমব্রত জানিয়েছেন একটা সময় তাঁর ক্রাশ ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। আর যাকে বিয়ে করার স্বপ্ন ছিল তিনি নান আদার দ্যান জুন মালিয়া।
আসলে পরমব্রত চট্টোপাধ্যায় মানেই স্পষ্ট কথায় কষ্ট নেই। শোয়ের সঞ্চালিকা যখন তাঁকে বিয়ে সংক্রান্ত বেশ কিছু মজার প্রশ্ন করেন তখন পরমব্রতও বুদ্ধিদীপ্ততার সঙ্গে বলেন, একটু বেশি বয়সে বিয়ে করেছেন। বিয়ের বয়স মাত্র দেড় বছর। তাই এখন এই বিয়েতেই সুখী। তবে অল্প বয়সের ক্রাশ নিয়েও খুল্লামখুল্লা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর অকপট জবাব, যখন কেরিয়ার শুরু করেন তখন একজন তাঁর ক্রাশ ছিলেন। তিনি জুন মালিয়া। ওঁরা দুজন ভাল বন্ধুও ছিলেন। জন্মদিনের মধ্যে ব্যবধানও মাত্র তিনদিনের। একটা সময় তাঁদের মধ্যে মিষ্টি বন্ধুত্বও ছিল। এই বিষয়টা নিয়ে তাঁরা হাসি ঠাট্টাও করতেন। জুন যদি ১০ বছরের ছোট হত তাহলে নাকি বিয়ে নিয়ে একটা ভাবনাচিন্তা করা যেত! এখন আর সেভাবে দেখাসাক্ষাৎ কথাবার্তা কিছুই হয় না।
আরও পড়ুন:প্রয়াত শাশুড়িমায়ের কোনও গুণ রপ্ত করার পরামর্শ দেন পরমব্রত? মৃত্যুবার্ষিকীতে খোলসা করলেন মম টু বি পিয়া
ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়ে পরমব্রতর অকপট স্বীকারোক্তি, সেই সময় আরও একজন ক্রাশ ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তবে আজকের দিনে সেইভাবে নতুন কেউ তাঁর ক্রাশ নয়। কথার ভাঁজে মজার ছলে বুঝিয়ে দিলেন, তিনি বিবাহিত। তাঁকে তো সুস্থভাবে শান্তিতে বাঁচতে হবে। আগামী জুনেই বাবা হতে চলেছেন পরমব্রত। মে মাস থেকেই পেটারনিটি লিভ-এ যাবেন অভিনেতা-পরিচালক। তার আগে জোরকদমে হাতের কাজ শেষ করছেন।
বাংলার পাশাপাশি বলিউডের কাজেও তাঁর জুড়ি মেলা ভার। সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ Mithya-এর দুবছর পর এবার Vipul Mehta-এর নতুন ছবি Gulabi-তে কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এক মহিলা অটোচালকের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যেখানে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছেন বলি ডিভা হুমা কুরেশি। এই মুহূর্তে মুম্বইয়ে চলছে সেই ছবিরই ডাবিংয়ের কাজ।
আরও পড়ুন: সিরিয়ালে অনেকবার বিয়ে করতে পারি কিন্তু, বাস্তবে আর নয়: নবমিতা চট্টোপাধ্যায়