Dev-Jeet New Bengali Movie: স্বাধীনতাদিবসে জোড়া ধামাকা, খড়্গ হাতে দেব হুঙ্কার দিতেই রক্ততিলক কেটে হাজির 'বিপ্লবী অনন্ত সিং' জিৎ

Dev-Jeet: স্বাধীনতাদিবসে দেব-জিৎ-এর ডবল ধামাকা। মুক্তি পেল দেবের আগামী ছবি রঘু ডাকাতের টিজার ও বিপ্লবী অনন্ত সিং-এর ভূমিকায় জিৎ-এর প্রথম ঝলক।

Dev-Jeet: স্বাধীনতাদিবসে দেব-জিৎ-এর ডবল ধামাকা। মুক্তি পেল দেবের আগামী ছবি রঘু ডাকাতের টিজার ও বিপ্লবী অনন্ত সিং-এর ভূমিকায় জিৎ-এর প্রথম ঝলক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেব-জিৎ-এর ডবল ধামাকা

Dev As Raghu Dakat Jeet As Ananta Singh: 'ধূমকেতু' ঝড়ের মাঝেই স্বাধীনতাদিবসে দেশপ্রেম উসকে প্রকাশ্যে দেবের রুদ্ররূপ। সৌজন্যে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত আগামী ছবি 'রঘু ডাকাত'। রক্তমাখা শরীরে খড়্গ হাতে দেবের গর্জন! দুর্গাপুজো ধামাকার আগে বিগ ফ্রাইডে'-তে এসে গেল তারই প্রথম ঝলক। এবার বাংলার বিধান দেবে 'রঘু ডাকাত'। তার আগে এক মিনিট ৩৮ সেকেণ্ডের টিজারে একসঙ্গে বেশ কয়েকটি রূপের কোলাজে ধরা দিলেন মেগাস্টার দেব। টিজারের শুরুতেই শোনা যাচ্ছে 'লোকে নাকি বলে রঘু মা কালীর ব্যাটা'। জন্মভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কী ভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু তারই নজির রয়েছে টিজারে। 

Advertisment

সাহেবের পিঠের চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। তাই তো দেবের কণ্ঠে সংলাপ, 'গরীবের রক্তমাখা বন্ধ ঘর, আজকে শুধু চাবুক পড়েছে। এরপর রঘুর থাবা পড়বে।' সাহসের পরিভাষা বোঝাতে কখনও ঘোড়সওয়ার তো কখনও সিঁদুরমাখা শরীরে খড়্গ হাতে দুষ্টের দমন। রঘু ডাকাতে দেব যেন আরও ভয়ংকর। টিজারের মাধ্যমে এই ছবির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করালেন পরিচালক ধ্রুব।

Advertisment

ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায় আর ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার। খলচরিত্রে অহিন্দ্র বর্মন ওরফে অনির্বাণ ভট্টাচার্যকে এর আগে এমন চরিত্রে দর্শক কখনও দেখেনি। লাস্ট বাট নট ইন লিস্ট, 'কিশোরী' ইধিকাও আছেন রঘু ডাকাতে। এখানেও তিনি দেবের নায়িকা, সৌদামিনী। 

আরও পড়ুন হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

একদিকে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে সোচ্ছ্বার দেব, তখন পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন বাংলার আরও এক সুপারস্টার জিৎ। পথিকৃৎ বসুর পরিচালনায় বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন জিৎ। স্বাধীনতাদিবসে দর্শকের উত্তেজনা উসকে মুক্তি পেল পর্দার অনন্ত সিং জিৎ-এর প্রথম ঝলক।

আগামী অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং। তার আগে পর্দায় চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হোম ওয়ার্কে কোনও ত্রুটি রাখছেন না জিৎ। লাঠি খেলার প্রশিক্ষণ নেওয়া থেকে  অদম্য বিপ্লব ও দুঃসাহসী ডাকাতির প্রস্তপতিপর্বের ঝলক শেয়ার করে জিৎ লিখেছেন, 'যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিংহ এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন? স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে।'

আরও পড়ুন 'ধূমকেতু' মুক্তির পরই রেকর্ড ব্যবসা, প্রথমদিনে কত আয় করল দেব-শুভশ্রীর ছবি?

Dev jeet Subhashree Ganguly