Dev-Rukmini: রবিবাসরীয় সকালে প্রকাশ্যে 'টম অ্যান্ড জেরি' চিরঞ্জিৎ-রুক্মিণী, খুনসুটি-মান অভিমান দেখে কী বললেন দেব?

Rukmini Maitra-Haati Haati Paa Paa: বাবা-মেয়ে নাকি টম অ্যান্ড জেরি? হাঁটি হাঁটি পা পা-র টিজার মুক্তির পর এমনই প্রতিক্রিয়া দর্শকের। ছবির টিজার শেয়ার করে রুক্মিণীকে শুভেচ্ছা দেবের।

Rukmini Maitra-Haati Haati Paa Paa: বাবা-মেয়ে নাকি টম অ্যান্ড জেরি? হাঁটি হাঁটি পা পা-র টিজার মুক্তির পর এমনই প্রতিক্রিয়া দর্শকের। ছবির টিজার শেয়ার করে রুক্মিণীকে শুভেচ্ছা দেবের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রকাশ্যে হাঁটি হাঁটি পা পা-র টিজার

Haati Haati Paa Paa Teaser: বাবা-মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করেই শুরু হয় জীবনের প্রথম পথ চলা। এই মহাবিশ্বের নিয়ম অনুযায়ী ছোট থেকে পরম যত্নে সন্তানকে লালন করে বাবা-মা। আর সেই বাবা-মা যখন বার্ধক্যে পৌঁছায় তখন তাঁদের দায়িত্ব নেয় সন্তানরা। তাহলেই তো একজন প্রকৃত সন্তানের বৃত্ত সম্পূর্ণ হয়। অনেকসময়ই মা-বাবাদের বয়সকালে তাঁদের সামলাতে নাজেহাল হয়ে যায় সন্তানরা। তাঁরা যেন একপ্রকার অবাধ্য হয়ে ওঠে। বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা যেন একটু বেশিই আদুরে। একটা মেয়ের সব আবদার-আহ্লাদিপনাকে মায়ের চেয়ে বেশি তার বাবাই গুরুত্ব সহকারে গ্রহণ করে। বয়সজনিত কারণে যখন বাবারা অবুঝ হয়ে যায় তখনও ঝগড়া, মান অভিমান, রাগ সবটুকুই উজাড় করে দেয় তাঁর কাছেই। বাবা-মেয়ের সম্পর্কের নেপথ্যে এমনই এক গল্প বুনেছেন পরিচালক অর্ণব মিদ্যা। 

Advertisment

একটানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রিয়জনদের হারিয়ে মানুষের কান্নার রোল, পশুপাশির মৃত্যুর মতো সে এক হৃদবিদারক মুহূর্ত। সেই পরিস্থিতির জন্যই হাঁটি হাঁটি পা পা টিজার মুক্তি স্থগিত রাখা হয়েছিল। রবিবাসরীয় সকালে প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্রর পরবর্তী ছবির ঝলক। প্রথমবার বাবা মেয়ের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। 'এক লক্ষ্মীমন্ত মেয়ে আর তার অবাধ্য বাবার মান-অভিমানের গল্প'-এই ক্যাপশনেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টিজার পোস্ট করেছেন রুক্মিণী। 

Advertisment

আরও পড়ুন গল্প শোনার পরই আমেরিকা থেকে চিরঞ্জিৎ দা বাবা-মেয়ের ছবি পাঠাতেন: অর্ণব কে মিদ্যা

টিজারের শুরুতেই বাবা-মেয়ের খুনসুটি দেখেই মন ভরে যাবে। একেবারে টম অ্যান্ড জেরি! এরপরের দৃশ্যগুলো যেন প্রতিটি সাধারণ ঘরে প্রতিদিন ঘটে চলা ঘটনার প্রতিচ্ছবি। একটা নির্দিষ্ট বয়সের পর বাবাদের জেদ-রাগ-অভিমানকে সঙ্গী করে কী ভাবে চলতে হয় সেই গল্পই যেন ফুটে উঠেছে হাঁটি হাঁটি পা পা-য়ের কয়েক সেকেণ্ডের টিজারে। মায়ের মৃত্যুর পর বাবাকে ঘিরে বেঁচে থাকার জীবনের নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক। দুই বিপরীত মেরুর মানুষের খাট্টা-মিঠা সম্পর্কের সঙ্গে এই ছবিতে থাকছে রুক্মিণীর রোম্যান্টিক প্রেমের কাহিনিও। সেই ঝলকও রয়েছে টিজারে।

লাস্ট বাট নট ইন লিস্ট, রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়েছেন 'রঘু' দেব। নতুন ছবির টিজার শেয়ার করে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'নতুন ছবির জন্য অনেক শুভকামনা। এই শীতে মুক্তি পাচ্ছে হাঁটি হাঁটি পা পা।' উল্লেখ্য, রুক্মিণীর যে কোনও ছবি মুক্তির আগে শুভেচ্ছা জানান দেব। বিনোদিনীর সময় তো সিনেমার প্রচারেও পাশে ছিলেন 'রাজার রাজা' দেব। 

আরও পড়ুন মৃত্যুপুরী উত্তরবঙ্গের জন্য প্রার্থনা 'রাজার রাজা' দেবের, রুক্মিণীর কোন সিদ্ধান্তকে কুর্নিশ ভক্তদের?

Dev-Rukmini