Bollywood Comedy Movie: নতুন মোড়কে পুরনো স্বাদ! উৎসবের মরশুমে বড় পর্দায় হাসির ফোয়ারা, কবে মুক্তি পাবে 'ধামাল ৪'?

Dhamaal 4 Release Date: ২০১৯-এ টোটাল ধামাল-এর ছ'বছর পর ফিরছে ধামাল ফোর। ধামাল ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত দর্শক। নতুন মোড়কে পুরনো স্বাদ আস্বাদনের অপেক্ষায় দর্শক।

Dhamaal 4 Release Date: ২০১৯-এ টোটাল ধামাল-এর ছ'বছর পর ফিরছে ধামাল ফোর। ধামাল ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত দর্শক। নতুন মোড়কে পুরনো স্বাদ আস্বাদনের অপেক্ষায় দর্শক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 কবে মুক্তি পাবে 'ধামাল ৪'?

কবে মুক্তি পাবে 'ধামাল ৪'?

Dhamaal 4 News: সালটা ছিল ২০০৭। সেই বছর মুক্তি পেয়েছিল দমফাটা হাসির ছবি 'ধামাল'। দারুণ সাড়া ফেলেছিল বক্স অফিসে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, জাভেদ জাফেরি, আশিষ চৌধুরী ও সঞ্জয় দত্ত। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর ২০১১-এ মুক্তি পায়ে ধামালের সিক্যুয়েল ডবল ধামাল। দ্বিতীয় ভাগে ছিলেন কঙ্গনা রানাউত ও মল্লিকা শেরাওত। আর ২০১৯-এ টোটাল ধামাল-এ বড় পর্দায় ধামাল করেছিলেন অজয় দেবগণ, অনিল কাপুর, মাধুরী দিক্ষীত। এছাড়াও ছিলেন এষা গুপ্তা ও বোমান ইরানি। ছ'বছর পর চতুর্থ ভাগ নিয়ে ফিরছেন ইন্দর কুমার। আসছে ধামাল ৪। আগামী ইদে ছবি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। 

Advertisment

Advertisment

ধামাল ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্বের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজিত দর্শক। নতুন মোড়কে পুরনো স্বাদ দিতে ধামাল ৪-এ ও থাকছেন রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্রা, জাভেদ জাফেরি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়, বিজয় পটকর ও রবি কিশান। Malshej Ghat-এ প্রথম অংশের শুটিংয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুম্বইয়ে চলছে ধামাল ৪-এর শুটিং। প্রথম তিনটি পর্বের থেকে চতুর্থ পর্ব আরও জমজমাট হবে বলেই ইঙ্গিত ছবির নির্মাতাদের। 

আরও পড়ুন অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, রবিবাসরীয় দুপুরে বিমানবন্দর থেকে গ্রেফতার নুসরত

অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষাণ কুমার, অসোক থাকেরিয়া, ইন্দর কুমার, অনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠকের মিলিত প্রযোজনায় মুক্তি পাবে দামাল ৪। বিজয় কুমার অরোরার সন অফ সর্দার ২-এ দেখা যাবে বলিউডের সিংহমকে। এই ছবিতে অজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মর্ুণাল ঠাকুর, জুহি চাওলা, সঞ্জয় মিশ্রা, রবি কিশান ও কুবরা সইত। এছাড়াও লভ রঞ্জনের দে দে প্যায়ার দে ২-তে-ও রয়েছে অজয়। সঙ্গী রকুল প্রীত সিং ও আর.মাধবন। 

আরও পড়ুন 'কাজ করতে এসেছি...', হিরোদের সঙ্গে বনিবনার অভাব! ছবি থেকে বাদ পড়া প্রসঙ্গে বিস্ফোরক মৌসুমী

অজয় দেবগণ অভিনীত শেষ ছবি রেইড ২। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছ ছবিটি। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় পর্বও জাস্ট ফাটাফাটি। রেইড ২-এর সাফল্যের মাঝেই মদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন অজয় দেবগন। single malt ব্র্যান্ডের বিনিয়োগ করলেন পর্দার সিংহম। এক একটি বোতলের মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। আর এই ব্র্যান্ডের সংস্করণও সীমিত। পৃথিবীতে মাত্র ১২০০ টি বোতল পাওয়া যাবে। CNBC TV 18-এর রিপোর্ট মোতাবেক, অজয় দেবগনের লেটেস্ট single malt ব্র্যান্ডের নাম GlenJourneys।

bollywood movie Bollywood News Ajay Devgn Bollywood Actor Dhamaal 4