Bengali Actor Joke About Digha Temple: 'দিঘায় কি উড়িয়া বলব?' জগন্নাথ মন্দির স্থাপনা নিয়ে চূড়ান্ত রসিকতা বাঙালি অভিনেতার..

Ritwick Chakraborty Joke on Digha : জগন্নাথ মানেই পুরী। জগন্নাথ মানেই উড়িষ্যার সেই মন্দির, যা বহু প্রাচীনকাল থেকে বহু কিছুর সাক্ষী। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ওই নিয়ে খোরাক করেছেন।

Ritwick Chakraborty Joke on Digha : জগন্নাথ মানেই পুরী। জগন্নাথ মানেই উড়িষ্যার সেই মন্দির, যা বহু প্রাচীনকাল থেকে বহু কিছুর সাক্ষী। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ওই নিয়ে খোরাক করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ritwick on jagannath temple

যা বললেন ঋত্বিক...

Bengali Actor Joke on Digha: নীলমাধব এবার দিঘায়। জগন্নাথের মন্দির স্থাপনা হচ্ছে দিঘার সমুদ্র সৈকতে। সে কারণেই সেজে উঠেছে গোটা এলাকা। জগন্নাথ যিনি জগতের না তিনি সবসময় তাঁর ভক্তদের অপলক দৃষ্টিতে দেখতে থাকেন। শুধু তাই নয়, চার ধামের এক হলো জগন্নাথ ধাম। স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় বাস করে জগন্নাথের মধ্যে। বাঙালি থেকে সারা দেশবাসী, জগন্নাথ মানেই বোঝেন পুরী। আর পুরীতে, তার অধিষ্ঠান তার বাস।

Advertisment

রথযাত্রা উপলক্ষে সেখানে অগণিত ভক্ত সমাগম হয়। কিন্তু, দিঘাতেও এবার জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা। বহুদিন ধরে কাজ চলছিল এই মন্দিরে। অবশেষে অপেক্ষার অবসান। আজকে বিকেল হতেই দার খুলে দেওয়া হবে এই মন্দিরে। গতকাল থেকে শুরু হয়েছে মহাযজ্ঞ। একের পর এক বহু তারকা সেখানে উপস্থিত হয়েছেন। এক দিকে রচনা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে ভারতের বুকে এমন ঘটনা ঘটেনি এক ইতিহাস সৃষ্টি হল, ঠিক সেরকমই ইমন চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন, এই সুন্দর প্রয়াসে তিনি অবশ্যই সঙ্গে আছেন।

Digha Jagannath Temple-Tollywood: জগন্নাথ মন্দির প্রাঙ্গণ যেন ছোটখাটো …

আবার আলোচনার রেশ সর্বত্রই। কেউ কেউ এমনও দাবী করেছেন, গত বছর যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই কারণেই তড়িঘড়ি এই মন্দিরের প্রতিষ্ঠা। তবে জগন্নাথের এই ভব্য মন্দির যে ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একথা অস্বীকার করার জায়গা নেই। তারকাদের একদল যেমন সেখানে হাজির হয়েছেন, এরকম কেউ কেউ বেশ খোরাক করতেও শুরু করেছেন। জগন্নাথ মানেই পুরী। জগন্নাথ মানেই উড়িষ্যার সেই মন্দির, যা বহু প্রাচীনকাল থেকে বহু কিছুর সাক্ষী। আর এবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বাংলার মন্দির নিয়ে খোরাক করেছেন।

Advertisment

Manasi Sinha -Digha Jagannath Temple: জগন্নাথ স্বামীর মহিমা পুরীতেই, দিঘা গেলে সমুদ্রে নামব, মন্দিরে সময় কেন নষ্ট করব: মানসী সিনহা

ঋত্বিক এমনি তো বেশ ঠোঁট কাটা। তিনি সহজ কথা সহজ করে বলতে ভালোবাসেন। তাই দিঘাতে যখন জগন্নাথ মন্দির স্থাপনা হচ্ছে, তুমি কিছু একটা বলবেন না, এত হয় না। সমাজ মাধ্যমের পোস্ট করেছেন এ প্রসঙ্গে। তিনি বলছেন, দীঘার ওখানে কি তাহলে উড়িয়া বলতে হবে? তাঁর এই প্রশ্নের উত্তরে একের পর আর জবাব দিয়েছেন অনেকেই। অভিনেত্রী মানসী সিনহা বাদ যাননি এই বক্তব্য রাখতে। তিনি বলছেন, "না না উড়িয়া বলবেন কেন? এটাতো পিসির বাড়ি। পিসি তো বাঙালি।"

এদিকে এক ভক্ত কটাক্ষের সুরে ঋত্বিককে বলেন, কেন? আপনি কি পুরি গেলে উড়িয়া ভাষায় কথা বলেন? আর এর উত্তরে অভিনেতা সাফ জবাব দিলেন, আপনার তথ্যের জন্য ধন্যবাদ। সবটাই পুরীর মত জেনে খুব ভালো লাগছে। আশা করছি তাহলে সেখান থেকে কোনারক মন্দির বা নন্দনকাননও যাওয়া যাবে।

Digha Jagannath Temple Digha Tourism Ritwick Chakraborty