/indian-express-bangla/media/media_files/2025/04/30/oOa8PVdZm5YnpLkrCZZS.jpg)
যা বললেন দেব মন্দির দর্শনের পর... Photograph: (Instagram)
Digha Jagannath Temple-Tollywood: আজ দিঘার জগন্নাথ মন্দিরে দ্বারদঘাটন হওয়ার প্রসঙ্গে এখানে হাজির ছিলেন অনেক তারকারাই। যদিও গতকাল সেখানে নায়িকাদের দেখা গিয়েছিল, আর আর যেন সম্পূর্ন লাইমলাইটে ছিলেন দুই অভিনেতা। বাংলা ইন্ডাস্ট্রির ২ লিডিং তারকা দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শো স্টপার এদিনের। ঈশ্বর ডেকেছেন, তাই ছুটে না গেলে হয়? তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ তো আছেই।
দুজনে আদ্যোপান্ত বাঙালি সেজে হাজির হয়েছিলেন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। দেবের হলুদ রঙের পাঞ্জাবী সাদা হলুদ রঙের ধুতি, এবং রঘু ডাকাত ছবির জন্য তার গাল ভর্তি দাড়ি সমেত নিউ লুক, বেশ নজর কেড়েছে সকলের। অভিনেতা গতকালও সেখানে ছিলেন। আর আজ দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক। ছোট ভাই দেবের সঙ্গে পায়ে পা মিলিয়ে মন্দিরের প্রবেশ করলেন। তবে তাদের সাজের সঙ্গে নজর কেড়েছে, গামছা।
শুরু থেকে শেষ দুজনেই গামছা হাতে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। একটা সময় তো গলায় গামছা জড়িয়ে নিলেন প্রসেনজিৎ, আর দেব! মাথায় পাগড়ির মত করে বেঁধে নিলেন। দুই সুপারস্টারকে দেখতে মন্দির প্রাঙ্গনে তখন প্রচুর ভিড়! সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে একবার হাত মেলাবেন বলে। তাদের ইচ্ছে পূরণ করেই দেব হাত বাড়িয়ে দিলেন তাদের উদ্দেশ্যে। সকলের প্রিয় বুম্বা হাত জোর করে সকলকে প্রণাম জানালেন। মন্দির পরিদর্শনের সঙ্গে সঙ্গে, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাশে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন তাঁরা। দেব নিজের সমাজ মাধ্যমে নীলমাধবের ছবি আপলোড করেই লিখলেন 'জয় জগন্নাথ'।
Digha Jagannath Temple-Actor's Dresses: দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্…
কিন্তু তারকা হলেও একটা বিষয় কিন্তু তাঁরা মাথায় রাখলেন। দেব এবং প্রসেনজিৎ খালি পায়ে গোটা মন্দির পরিদর্শনের সঙ্গে সঙ্গে সকলের সঙ্গে সাক্ষাৎ বিনিময় করলেন। অন্যদিকে, তাঁদের দুজনের উপস্থিতি দেখে সমাজ মাধ্যম কী বলছে? তাদের দুজনের ভক্ত সংখ্যা সোশ্যাল মিডিয়ায় কম নয়। তাঁদেরকে নিয়ে কেউ কেউ বলছেন, শুরুর দিনই চলে গেলেন? আবার কেউ বললেন, গ্রামের মানুষ এনাদের দেখতে পায় না, তাই দেখতে এসেছে। আবার কেউ কেউ সাফ করে বসলেন অদ্ভুত মন্তব্য। তাঁদের কথায়, দেব তো সাংসদ বটেই, কিন্তু মনে হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার দাঁড়াতে পারেন ভোটে।
প্রসঙ্গে দেব এখন ব্যস্ত রঘু ডাকাত ছবির জন্য। শুধু তাই নয়, এই ছবি বহুদিন পর পর্দায় আসতে চলেছে। এদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক হিসেবে আসতে চলেছেন দেবী চৌধুরানী সিনেমায়।