Diljit Dosanjh Kolkata Concert: শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর কলকাতায় দিলজিৎ দোসাঞ্জের সেই বহুপ্রতিক্ষীত কনসার্ট। পঞ্জাবি গায়কের ভক্তরা ৫০ হাজারের বিনিময়ে পকেটে পুড়েছে কনসার্টের টিকিট। দেশের বিভিন্ন জায়গায় পারফর্মের পর এবার তিলোত্তমা দেখবে দিলজিতের লাইভ কনসার্ট। মহানগরীতে পা রেখেই বাংলার সংস্কৃতিকে যেন অন্তরের আবেগ দিয়ে ভালোবেসে ফেললেন দিলজিৎ। কলকাতা জার্নির প্রথম দিন থেকেই পঞ্জাবি গায়কের পোস্টে রয়েছে কলকাতাকে ভালবাসার সেই অনুভূতি। হলুদ ট্যাক্সিতে চড়া, হাওড়া ব্রিজের উপর দাড়িয়ে গঙ্গা প্রনাম থেকে গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে সূর্যাস্ত দেখা, শহরের ফুলের মার্কেট ঘোরা, সেখানে সকলের সঙ্গে মিশে গিয়ে কলকাতাবাসীর দিল জিতে নিলেন দিলজিত।
খাস কলকাতার অন্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বরেও গিয়েছেন দিলজিৎ। ভিড়ের মধ্যে রীতিমতো মিলেমিশে একাকার। ভক্তদের সেলফি অবদারও মিটিয়েছেন দিলজিৎ। সর্বদা হাসি মুখে লেন্সবন্দি হয়েছেন গায়ক। মাথা নীচু করে করজোড়ে প্রনাম করার দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। শিখ ধর্মাবোলম্বী দিলজিতের ভক্তি-শ্রদ্ধায় আপ্লুত ভক্তরা।
কলকাতায় এসে বাংলার সংস্কৃতিকে যেমন ভালবাসছেন ঠিক তেমনই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। কলকাতা সফরের প্রথম দিনের পোস্ট করা ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে ছিল বিশিষ্ট সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের অত্যন্ত জনপ্রিয় গান 'আমি শুনেছি সে দিন...'।
দু'জন দুই প্রজন্মের সংগীতশিল্পী। তাঁদের গানের ধরনও সম্পূর্ণ আলাদা, রয়েছে ভাষাগত পার্থক্যও। কিন্তু, অনুরক্তির বিন্দু মাত্র ফারাক হল না। একসুতোয় বাঁধা পড়ল দুই সংস্কৃতি। শুধু সুরেই নয়, ভাষার প্রতিও সম্মান প্রদর্শন করলেন দিলজিৎ।
সোশ্যাল মিডিয়া পেজে কলকাতা ভ্রমণের সুন্দর মুহূর্তের কোলাজ শেয়ার করেছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সেখানে হিন্দি বা ইংরাজি নয়, গোদা বাংলায় লেখা 'কলকাতা ২৪'। বাংলা গান, বাংলা ভাষার প্রতি তাঁর এই শ্রদ্ধায় যেন কলকাতাবাসীকে দিলজিতের প্রতি ভালোবাসা-সম্মান কয়েক গুণ বেড়ে গেল। কমেন্ট বক্সেও দিলজিতের শিক্ষা-সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন: হলুদ ট্যাক্সি থেকে হাওড়া ব্রিজ, ফুলের মার্কেটে মুগ্ধ দিলজিৎ, সোনালী রোদ মেখে তিলোত্তমা ভ্রমণ গায়কের