Dipika kakar Present Condition: ৩ জুন মঙ্গলবার দীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে দীপিকা কাকড়ের। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। তারকা স্বামী শোয়েব ইব্রাহিম সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভ্লগের মাধ্যমে জানিয়েছেন ঈদের আগের দিনই আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে শিফট করা হয়েছে দীপিকাকে। লিভারের একাংশ কেটে বাদও দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও খুব সাবধানে থাকার ও শরীরের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই মুহূর্তে একপ্রকার ঘরবন্দিই রয়েছেন দীপিকা। তবে ভ্লগের মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশও করেছেন। তবে দু'বছরের সন্তান রুহানের জন্য একটু মন খারাপ সেলেব মম দীপিকার। কোলে উঠতে চাইলেও নিতে পারছেন না! মা হিসেবে এটা খুব কষ্টের একটা মুহূর্ত।
ইউটিউব চ্যানেলে দীপিকা বলেন, 'অস্ত্রোপচারের পর আমার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে। আগে আমি একটা জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না। কিছু না কিছু একটা ঠিকই করতাম। এখন সেসব পুরোপুরি বন্ধ। চিকিৎসক আমাকে সচল রাখার পরামর্শ দিয়েছেন। কিন্তু, শরীর-মন দুটোই চাইছে, একটু বিশ্রাম। আগের মতো এনার্জিও আমি পাই না। ছেলেকে কোলে নিতে পারি না। ওর সঙ্গে খেলতে পারি না। সেলাইয়ের জন্যই এগুলো এখন করা বারণ। ওজন তোলাতেও রয়েছে নিষেধাজ্ঞা। রুহান কত আশা করে কোলে ওঠার জন্য আসে কিন্তু, আমি নিতে পারি না। ওটা মারাত্মক খারাপ লাগার একটা মুহূর্ত। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে বলেই আমি আশাবাদী।'
আরও পড়ুন স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন দীপিকা, একটানা ১১ দিন হাসপাতালে থাকার পর অবশেষে...
চিকিৎসা প্রসঙ্গে দীপিকার সংযোজন, 'পরবর্তী ট্রিটমেন্ট কবে থেকে শুরু হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। পরের সপ্তাহ থেকে টার্গেট থেরাপি শুরু হবে। এখন ট্যাবলেট খাচ্ছি। আমার শরীর যেন চিকিৎসার পরবর্তী ধাপগুলো পেরতে পারে। সবকিছুরই তো একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আশা করছি পারব, মনের বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি।' জীবন একদম পাল্টে গিয়েছে। পছন্দের কোনও কাজই করতে পারছেন না। তাই পুরনো অভ্যেসে ফিরে গিয়েছেন দীপিকা।
পুরনো ডায়েরি বের করে আবার আগের মতো কবিতা লেখা শুরু করেছেন। গত মাসে জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গিয়েছে তা নথিবদ্ধ করে রাখছেন। পুরনো ডায়েরি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকা। শোয়েব তাঁর জীবনে আসার পরই লেখালেখি শুরু করেন। সম্পর্কের গোড়ার দিকের কথা লেখা ছিল, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুন স্টেজ ৩ ক্যানসারের মারাত্মক ঝুঁকি পূর্ণ অস্ত্রোপচার, বাড়ি ফিরেই 'নিউ নর্মাল' নিয়ে দীপিকা বললেন...