Tv Actress Stage 3 cancer: স্টেজ ৩ ক্যানসারের মারাত্মক ঝুঁকি পূর্ণ অস্ত্রোপচার, বাড়ি ফিরেই 'নিউ নর্মাল' নিয়ে দীপিকা বললেন...

Dipika Kakar: স্টেজ ৩ লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কাকড়। অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছেন। এর মাঝেই 'নিউ নর্মাল'-এর প্রতশ্রুতি দিলেন অভিনেত্রী।

Dipika Kakar: স্টেজ ৩ লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কাকড়। অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছেন। এর মাঝেই 'নিউ নর্মাল'-এর প্রতশ্রুতি দিলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পাহেলগাম সন্ত্রাসী হামলা, বাইসারান উপত্যকা গুলি, ২২ এপ্রিল ২০২৫ হামলা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), লস্কর-ই-তৈয়বা সংযুক্ত হামলা, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, কাশ্মীরের বেসামরিক হতাহতের ঘটনা, বিদেশি পর্যটকদের উপর হামলা, কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসবাদ, কাশ্মীরের জনসংখ্যাগত পরিবর্তন বিতর্ক, কাশ্মীরের হিন্দু-বিদ্বেষমূলক হামলা, কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব, Pahalgam terror attack 2025, Kashmir tourist massacre, The Resistance Front (TRF) attack, April 22 Kashmir attack, Civilian killings in Kashmir, Foreign tourists targeted in Kashmir, Hinduphobic violence in Kashmir, Kashmir tourism under threat

কবে কাজে ফিরবেন দীপিকা?

Dipika Kakar Comeback: ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে দাপিয়ে বেরাচ্ছেন রূপোলি দুনিয়ার বহুব সেলেব। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডের অন্দরের চিত্র অনেকটা একইরকম। এবার সম্ভবত সেই তালিকার নয়া সংযোজন হতে পারেন স্টেজ ৩ লিভার ক্যানসারের সদ্য অস্ত্রোপচার হওয়া দীপিকা কাকড়। পপুলার হিন্দি মেগা 'শ্বশুরাল সিমর কা' খ্যাত অভিনেত্রী দীপিকা তাঁর ভ্লগে ভক্তের সঙ্গে মন কি বাত শেয়ার করেছেন। ছোট পর্দা থেকে দূরে থাকলেও সন্তান-সংসার সামলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি থাকেন। লাইভে এক ভক্ত দীপিকার কাছে জানতে চান আবার কবে চেনা ছন্দে তাঁকে দেখা যাবে। ফ্যানকে বিন্দুমাত্র হতাশ না করে তিনি বলেন, চিকিৎসকের সবুজ সংকেতের পেলেই ময়দানে নেমে পড়বেন। 

ভক্ত ও দীপিকার কথপকথোন

Advertisment

অনুরাগীর প্রশ্ন, 'আপনি টেলিভিশনে কামব্যাকের পরিকল্পনা করছেন?' দীপিকার সংযোজন, 'টেলিভিশন আমার ভালবাসার জায়গা। আমি ফিরতে চই। তার আগে আমাকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। ওঁর সম্মতি ছাড়া এখন কিছু সম্ভব নয়। অনুমতি পেলেই কাজে ফিরব। আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা এটাই ছিল যে, রুহুানের স্তন্যপানের অভ্যেস চলে গেলই আবার কাজে ফিরব। কিন্তু, এখন তো আগে আমাকে পুরোপুরি সুস্থ হয়ে হবে। তারপর কজে ফেরার পরিকল্পনা করতে হবে। মাঝে যে এতকিছু এভাবে হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি।' 

আরও পড়ুন 'কার আয়ু কতদিন...', ক্যানসার মুক্ত হতে Robotic Surgery দীপিকার, শেফালির মত্যুতে উদ্বিগ্ন

Advertisment

আরও যোগ করেন, 'এই সময়টা আমার জন্য খুব কঠিন। টার্গেট থেরাপি চলছে। সেটা খুব ভাল করে করতে হবে। একবার সুস্থ হয়ে গেলে আমি আবার আগের মতো হাসতে পারব। নিউ নর্মাল হলেই পুরনো ছন্দে সব কাজ করতে পারব।' অন্যদিকে ভ্লগে দীপিকার স্বামী শোয়েব জানিয়েছেন, অস্ত্রোপচারের পর হয়ত সব স্বাভাবিক হয়ে যাবে বলে সকলে আশা করেছিলেন। কিন্তু, এখনও অনেক সময় লাগবে। টিউমার খুব মারাত্মক অবস্থায় পৌঁছে গিয়েছিল। দীপিকার অস্ত্রোপচার অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসক দীপিকাকে যোগা, ওয়েট ট্রেনিং না করার পরামর্শ দিয়েছেন। তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার খাওয়াতেও রয়েছে নিষেধাজ্ঞা। বাড়ির তৈরি রান্নাই এখন দীপিকার জন্য পারফেক্ট চয়েজ। 

আরও পড়ুন স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন দীপিকা, একটানা ১১ দিন হাসপাতালে থাকার পর অবশেষে...

hindi serial Dipika Kakar