Disha Patani Injury: স্টান্ট করতে গিয়ে মাথায় মারাত্মক চোট, স্মৃতি হারিয়ে ছ'মাস কী ভাবে কাটান দিশা?

Disha Patani: শুটিং সেটে স্টান্টের সময় মাথায় গুরুতর আঘাত। ছ'মাসের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। মারাত্মক পরিণতি হয়েছিল অভিনেত্রী দিশা পাটানির।

Disha Patani: শুটিং সেটে স্টান্টের সময় মাথায় গুরুতর আঘাত। ছ'মাসের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। মারাত্মক পরিণতি হয়েছিল অভিনেত্রী দিশা পাটানির।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

স্মৃতি হারিয়ে ফেলেন দিশা

Disha Patani Head Injury: রূপোলি দুনিয়ার তারকাদের জীবনের চাকচিক্য সবসময়ই সাধারণ মানুষকে আকৃষ্ট করে। কিন্তু, ঝাঁ চকচকে লাইফ স্টাইলের মধ্যে থাকে অনেক কঠিন লড়াইয়ের কাহিনি। বলি ডিভা দিশা পাটানির জীবনেও রয়েছে সেইরকমই একটি ঘটনা। স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন দিশা। ছ'মাস এভাবেই কেটেছে দিশার। সলমনের সঙ্গে সিনেমার শুটিং সেটে মারাত্মক আঘাতের জেরে দীর্ঘদিন ভুগেছেন হট অ্যান্ড বোল্ড দিশা পাটানি। সম্প্রতি বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় চর্চায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি। এর মাঝেই প্রকাশ্যে দিশার জীবনের সংগ্রামের গল্প। 

Advertisment

সালটা ছিল ২০১৯। সেই বছর মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত 'ভারত'। বিশ্বজুড়ে প্রায় ৩২৫ কোটি টাকা আয় করে ছবিটি। সার্কাসে কর্মারতা এক মহিলা রাধা-র চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। সেই চরিত্রের প্রশিক্ষণ নেওয়ার সময়ই মারাত্মক বিপদের সম্মুখীন হন অভিনেত্রী। মাথায় গুরুতর আঘাত পান দিশা পাটানি। ঘটনার পরবর্তী অধ্যায়টা ছিল আরও ভয়ংকর। ছ'মাসের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। ২০২২-এ এক সাক্ষাৎকারে জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। 

আরও পড়ুন 'আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে...', গুলিবর্ষণের ঘটনায় মুখ খুললেন দিশার বাবা

Advertisment

দিশা জানান, 'আমি শত চেষ্টা করেও সেই সময়ের কিছুই মনে করতে পারি না।' তবে অল্প সময়ের মধ্যেই স্বাভাবিকজীবনে ফেরেন। সুস্থ হওয়ার সময় দিশা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় হেলথ আপডেট শেয়ার করতেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ঠান্ডা জলে পা ডুবিয়ে নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'আমি এক সপ্তাহের মধ্যেই আঘাতমুক্ত হয়ে যাব…কেন এত অদক্ষ।' অন্য এক পোস্টে ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবি দিয়ে লেখেন, 'সুস্থ হচ্ছি।'

আরও পড়ুন দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণ, অভিনেত্রীর বাবাকে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

বড় পর্দায় ভিন্ন আঙ্গিকে স্টান্ট করতে দেখা যায় দিশাকে। সেই স্টান্টের প্রস্তুতির সময়ই মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারান অভিনেত্রী। আঘাত গুরুতর ছিল, কিন্তু, 'ভারত'-এর সাফল্য দিশার কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছহবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ, সুনীল গ্রোভার সহ আরও অনেকে। সেই ঘটনার পর 'এক ভিলেন রিটার্নস', 'যোদ্ধা', 'মালাং', 'বাগি ২', 'রাধে', 'কাল্কি ২৮৯৮ এ.ডি.'-এর মতো ছবিতে দিশার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-র মাধ্যমে দিশা পাটানি বলিউডে আত্মপ্রকাশ করেন।  

Disha Patani